বরফে ঢাকা দুর্গম পর্বতচূড়ায় মারকাটারি পারফরম্যান্স নয়। উভচর ভূমিকাতেও ব্যর্থ। মার্কিন সাঁজোয়া গাড়ি স্ট্রাইকারকে নিয়ে ক্রমশ আগ্রহ হারাচ্ছে ভারতীয় সেনা। গত দু’-তিন বছর ধরে কৌশলগত এই যানটি নিয়ে নয়াদিল্লির সঙ্গে কয়েক কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলতে মরিয়া ছিল আমেরিকা। ওয়াশিংটনের সেই স্বপ্ন এ বার বিশ বাঁও জলে যেতে চলেছে বলে মনে করছেন সাবেক ফৌজি অফিসারেরা। যদিও সরকারি ভাবে এই ইস্যুতে এখনও কোনও বিবৃতি দেয়নি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
২০২৫ সালের ১-১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন ফৌজের সঙ্গে ‘যুদ্ধাভ্যাস’ নামের যৌথ সামরিক মহড়ায় যোগ দেয় ভারতীয় সেনা। সেখানে শক্তি প্রদর্শনে স্ট্রাইকার সাঁজোয়া গাড়িগুলিকে নামায় আমেরিকা। সূত্রের খবর, সুমেরু সাগর সংলগ্ন এলাকায় সেগুলি আশানুরূপ পারফরম্যান্স দিতে পারেনি, যার জেরে এর আমদানিতে শেষ পর্যন্ত নয়াদিল্লি কতটা আগ্রহী হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।