ঘাড়ে চেপেছে ‘খিলাফৎ’-এর ভূত! সেই ভূতের উপদ্রবে জিহাদ-জ্বরে কাবু আফ্রিকা। এই আবহে ‘অন্ধকার মহাদেশ’ জুড়ে সন্ত্রাসের জাল বিছোচ্ছে ‘দায়েশ’-এর কুখ্যাত জঙ্গি গোষ্ঠী। দুনিয়া যাকে চেনে আইসিস (পড়ুন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া) নামে। ফলে সহারা-কালাহারির মরু অঞ্চল থেকে শুরু করে নীল নদের অববাহিকা, বিচ্ছিন্নতাবাদের আঁচে একাধিক দেশ রক্তাক্ত হওয়ার আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। বিষয়টি চিন্তা বাড়িয়েছে ‘বৈশ্বিক দক্ষিণ’-এর (পড়ুন গ্লোবাল সাউথ) নেতার আসন পেতে চাওয়া ভারতেরও।
২০১৯ সালে সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে আইসিসের শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদিকে নিকেশ করে মার্কিন ফৌজ। দায়েশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন কায়লা মুলার’। বাগদাদির মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় দ্রুত জমি হারায় ওই কুখ্যাত জঙ্গি সংগঠন। বিশ্লেষকদের দাবি, এই অবস্থায় ‘জিহাদি আদর্শ’ এবং সন্ত্রাসবাদকে টিকিয়ে রাখতে আফ্রিকাকে পাখির চোখ করেন আইসিসের পরবর্তী নেতৃত্ব। সেই লক্ষ্যেই ‘অন্ধকার মহাদেশ’টির স্থানীয় বিদ্রোহীদের মদত দিচ্ছে দায়েশ। তাঁদের মনে গেঁথে দিতে চাইছে খিলাফতের অলীক স্বপ্ন।