সাবেক বর্মা মুলুকের গৃহযুদ্ধের আগুনে মুখ পোড়াল চিন। ২৬ দিনের ব্যবধানে বেজিঙের তৈরি দু’টি লড়াকু জেটকে পর পর ‘গুলি করে নামিয়েছেন’ সেখানকার বিদ্রোহীরা। পাকিস্তানের পর মায়ানমারের রণাঙ্গনে ড্রাগনের হাতিয়ার ‘ডাহা ফেল’ করায় সেগুলির কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। মান্দারিনভাষীদের বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসার উপরে অচিরেই যে এর প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য।
চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে মায়ানমারের সামরিক জুন্টা সরকারের একটি যুদ্ধবিমানকে ধ্বংস করার দাবি করে ‘কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স’ বা কেএনডিএফ নামের বিদ্রোহী গোষ্ঠী। ইরাবতীর কোলের কায়া রাজ্যের হপাসাং শহরের কাছে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে ওই লড়াকু জেট। পরে তার ধ্বংসাবশেষের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন কেএনডিএফের ডেপুটি কমান্ডার মাউই। যুদ্ধবিমান ভেঙে পড়ার কথা স্বীকার করলেও নেপথ্যে বিদ্রোহীদের হাত থাকার কথা মানতে চায়নি ইয়াঙ্গনের জুন্টা সেনা প্রশাসনও।