একটি সিংহাসন, সাতটি রাজ্য আর সেই সিংহাসনের অধিকার নিয়ে লড়াই। প্রেম, রাজনীতি আর ক্ষমতার খেলা নিয়ে তৈরি সিরিজ় ‘গেম অফ থ্রোন্স’-এর ভক্তের অভাব নেই। আটটি পর্বের এই সিরিজ়ের বেশ কয়েকটি চরিত্র বেশ জনপ্রিয়। তাদের নিয়ে মাতামাতি চলতেই থাকে দর্শকের মধ্যে। অনেকেরই মতে, ‘গেম অফ থ্রোন্স’ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ়।
এই সিরিজ়েরই অন্যতম জনপ্রিয় চরিত্র ডেনেরিস টারগেরিয়ান ওরফে ‘দ্য ড্রাগন কুইন’। ওই চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। কিন্তু অনেকেই জানেন না, এই এমিলিয়াই আক্রান্ত দুরারোগ্য এক ব্যাধিতে। ধীরে ধীরে মৃত্যু হচ্ছিল তাঁর মস্তিষ্কের। তা-ও আবার ‘গেম অফ থ্রোন্স’-এর শুটিং চলার সময়েই।