Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Khushi Mukherjee

স্বল্পবসনে কটাক্ষের শিকার, আয় কোটি কোটি! মধ্যরাতে হোটেলে ‘ভূতের’ খপ্পরে পড়েন বিতর্কিত বাঙালি অভিনেত্রী

খুশিকে নিয়ে বিতর্কের সূত্রপাত সম্প্রতি প্রকাশ্যে আসা কয়েকটি ভিডিয়োকে কেন্দ্র করে। সেই ভিডিয়োগুলিতে অন্তর্বাস ছাড়া নামমাত্র পোশাক পরে রাস্তায় বেরোতে দেখা গিয়েছিল তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১০:০৩
Share: Save:
০১ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

সাহসী পোশাকের জন্য সর্বদা চর্চায় থাকেন নেটপ্রভাবী এবং অভিনেত্রী উর্ফী জাভেদ। তবে বর্তমানে তাঁকে ছাপিয়ে গিয়েছেন এক বাঙালি কন্যা। শরীরে পোশাক প্রায় না-চাপিয়ে বিতর্কও তৈরি করেছেন বিস্তর। কথা হচ্ছে খুশি মুখোপাধ্যায়কে নিয়ে।

০২ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

খুশি বর্তমানে সমাজমাধ্যমের অন্যতম আলোচ্য বিষয়। সাহসী পোশাক এবং বিভিন্ন মন্তব্যের জন্য কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাঁকে। সম্প্রতি মুম্বইয়ে ছোট পর্দার বহু তারকাও খুশির সমালোচনায় মুখর হয়েছেন। খুশির পোশাক পরার ধরনকে ‘অশ্লীল’ এবং তাঁকে ‘নির্লজ্জ’ বলেও দাগিয়েছেন অনেকে।

০৩ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

খুশিকে নিয়ে বিতর্কের সূত্রপাত সম্প্রতি প্রকাশ্যে আসা কয়েকটি ভিডিয়োকে কেন্দ্র করে। সেই ভিডিয়োগুলিতে অন্তর্বাস ছাড়া নামমাত্র পোশাক পরে রাস্তায় বেরোতে দেখা গিয়েছিল তাঁকে।

০৪ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

তবে ওই সব পোশাকে ন্যূনতম বিচলিত হতে দেখা যায়নি খুশিকে। বরং আত্মবিশ্বাসী হয়ে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

০৫ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

তার পর থেকেই বিস্তর বিতর্ক হচ্ছে বাঙালিনিকে নিয়ে। পাশাপাশি নেটাগরিকদের মনে প্রশ্ন উঠেছে, কে এই খুশি? জানা গিয়েছে, খুশির জন্ম কলকাতায়। বয়স ২৯ ছুঁইছুঁই।

০৬ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

স্নাতক স্তর অবধি মুম্বইয়ে পড়াশোনা করেছেন খুশি। কলেজে পড়ার সময়ই ২০১৩ সালে রুপোলি পর্দায় পা রাখেন তিনি। তাঁর প্রথম ছবি ছিল দক্ষিণ ভারতীয়। যদিও অভিনেত্রী হিসাবে সে ভাবে নজর কাড়তে পারেননি তিনি।

০৭ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

এর পর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল খুশিকে। তবে সেখানেও দর্শকের মনে দাগ কাটতে পারেননি। খুশি প্রথম পরিচিতি পান এমটিভি-র একটি রিয়্যালিটি শো ‘স্‌প্লিটসভিলা’র মাধ্যমে।

০৮ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

‘স্‌প্লিটসভিলা’র ১০ নম্বর সিজ়নে দেখা গিয়েছিল খুশিকে। এমটিভি-র অন্য এক রিয়্যালিটি শো ‘লভস্কুল’-এর তিন নম্বর সিজ়নেও অংশগ্রহণ করেছিলেন তিনি।

০৯ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

তামিল ছবি ‘অঞ্জলি থুরাই’ এবং তেলুগু ছবি ‘দোঙ্গা প্রেমা’ এবং ‘হার্ট অ্যাটাক’-সহ একাধিক দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করেছেন খুশি।

১০ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

হিন্দিতে ‘বালবীর রিটার্নস’, ‘কাহাত হনুমান জয় শ্রী রাম’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া, প্রাপ্তবয়স্কদের ওটিটি প্ল্যাটফর্মে অনেক শোয়ে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

১১ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

অভিনেত্রী হিসাবে সফল না হলেও উপার্জন কিন্তু কম নয় খুশির। নিজেই জানিয়েছেন, তাঁর নামে একটি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে অনেক আয় করেন তিনি। একটি প্রতিবেদন অনুযায়ী, বাঙালি ব্রাহ্মণ পরিবারের সন্তান খুশির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা।

১২ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

এক সাক্ষাৎকারে খুশি দাবি করেছেন যে, মাত্র দু’মাসে একটি অ্যাপের মাধ্যমে ১০ কোটি টাকা আয় করেছিলেন তিনি। অভিনেত্রী আরও স্পষ্ট করেছেন যে, সেই অ্যাপে কোনও অশ্লীল বিষয় তিনি পোস্ট করেননি। তবুও মানুষ ওয়েবসাইটে ঢুকে টাকা খরচ করেছেন। তাঁর দাবি, এক বিদেশি এই অ্যাপে ৪-৫ বার ঢুকে প্রায় সওয়া কোটি টাকা খরচ করেছিলেন।

১৩ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

নেটপ্রভাবী হিসাবেও পরিচিতি রয়েছে খুশির। ইনস্টাগ্রামে তাঁর লক্ষ লক্ষ অনুরাগী। ভক্তদের সঙ্গে নিয়মিত ভাবে রিল শেয়ার করেন তিনি।

১৪ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

খুশি এক বার দাবি করেছিলেন, ২০১৫ সালে ভোপালে একটি ছবির শুটিংয়ে গিয়ে অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে হয়েছিল তাঁকে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি ছবির শুটিং করছিলাম। আমি একটি সাধারণ হোটেলে ছিলাম। বিলাসবহুল হোটেল ছিল না। হোটেলের কামরায় দুটো লক করতে হত। আমি সেটা করতে ভুলে গিয়েছিলাম। তখন এক জন রাতে আমার ঘরে ঢুকে পড়ে। আমি খুব জোরে চিৎকার করেছিলাম। ভেবেছিলাম ভূত। চিৎকার শুনে আগন্তুক অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। আমার চিৎকার শুনে আমার পাশের কামরার লোক বেরিয়ে এসেছিলেন।’’

১৫ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

অভিনেত্রী আরও জানিয়েছিলেন যে, পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই হোটেলেরই এক কর্মী রাতে তাঁর ঘরে ঢুকেছিলেন। খুশি জানিয়েছিলেন, ওই কর্মী তাঁর অনুরাগী ছিলেন, তাই ওই কাণ্ড ঘটিয়েছিলেন।

১৬ ১৬
All need to know about controversial actress and Instagram influencer Khushi Mukherjee

সম্প্রতি সেই খুশি চর্চায় উঠে এসেছেন তাঁর পোশাকের কারণে। কেউ তাঁকে ‘নগ্ন’ বলেছেন, কারও মতে ‘এমন পোশাক পরে বাইরে বেরোলে জরিমানা দেওয়া উচিত।’ এ সব অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy