ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইজ়রায়েলি হানায় মৃত্যু হয়েছে সে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাগেরির। মৃত্যু হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলামালি রশিদের। ইজ়রায়েলি হানায় প্রাণ হারিয়েছেন ইরানের ছ’জন পরমাণু বিজ্ঞানীও। নিহত বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদুন আব্বাসি। এর পর ইজ়রায়েলে ঢুকে পাল্টা হামলা শুরু করে ইরান। আকাশপথে চলেছে হামলা।