All need to know about Indian spinner Kuldeep Yadav’s would be Wife Vanshika dgtl
Kuldeep Yadav’s Wife
ছোটবেলার প্রেম, চাকরি করেন এলআইসিতে! তাবড় সুন্দরীদের বোল্ড করে দেবেন কুলদীপ যাদবের হবু স্ত্রী
বংশিকা খ্যাতির আলোকবৃত্ত থেকে দূরে থাকা সত্ত্বেও কুলদীপের পাশে থেকেছেন সব সময়। ক্রিকেটারের কঠিন সময়ে ঢাল হয়ে পাশে থেকেছেন তিনি। সেই প্রেমিকার সঙ্গেই বাগ্দান সেরেছেন কুলদীপ।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১০:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
আইপিএল শেষ হতেই জুন মাসের প্রথম সপ্তাহে ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে বাগ্দান সেরেছেন কুলদীপ যাদব। লখনউয়ের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়েরা। ছিলেন কুলদীপের জনা কয়েক বন্ধুও।
০২১৫
এ বার ভারতের বাঁহাতি স্পিনারের দীর্ঘ দিনের ভালবাসার সম্পর্ক পরিণতি পেতে চলেছে। কুলদীপের হবু স্ত্রী কানপুরের বাসিন্দা।
০৩১৫
আমন্ত্রিতদের মধ্যে ছিলেন কয়েক জন ক্রিকেটারও। মূলত উত্তরপ্রদেশ রঞ্জি দলের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন কুলদীপ। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিংহ।
০৪১৫
কুলদীপের বাগ্দানের খবর সমাজমাধ্যমে ভেসে উঠতেই দ্রুত ছড়িয়ে পড়ে খবর। প্রচুর ক্রিকেটপ্রেমী নতুন জীবনের শুভেচ্ছা জানান তাঁকে। অভিনন্দন জানান অনেক ক্রিকেটারও।
০৫১৫
বাগ্দানের অনুষ্ঠান গোপন রাখতে চেয়েছিলেন কুলদীপ। সংবাদমাধ্যমকে এ ব্যাপারে কিছুই জানাননি তিনি। সব মিটে যাওয়ার পর সমাজমাধ্যমে সুসংবাদ দিয়েছিলেন কুলদীপ এবং বংশিকা। শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরাই আমন্ত্রিত ছিলেন।
০৬১৫
শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন কুলদীপ এবং বংশিকা। ২৯ জুন তাঁদের চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু কুলদীপের ইংল্যান্ড টেস্ট সফরের কারণে তা আপাতত স্থগিত রয়েছে।
০৭১৫
বংশিকার পরিচয় জানতে ইতিমধ্যেই উদ্গ্রীব হয়ে উঠেছে নেটপাড়া। তাঁর সৌন্দর্যেও মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। বংশিকা কী করেন, তা নিয়েও কৌতূহলের অন্ত নেই কুলদীপে ভক্তদের মনে।
০৮১৫
মাত্র কয়েক দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন বংশিকা। কুলদীপ এবং বংশিকার প্রেমকাহিনি শুরু কানপুরে। ছোটবেলার বন্ধু তাঁরা।
০৯১৫
বংশিকার জন্ম এবং বেড়ে ওঠা লখনউয়ের শ্যামনগর এলাকায়। শৈশবেই কুলদীপের সঙ্গে আলাপ হয় তাঁর। গড়ে ওঠে বন্ধুত্ব।
১০১৫
পরবর্তী কালে সেই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। তবে প্রথম থেকেই নিজেদের সম্পর্কের কথা আড়াল করে রেখেছিলেন কুলদীপ-বংশিকা।
১১১৫
গুটি কয়েক মানুষই তাঁদের সম্পর্কের বিষয়ে জানতেন। সমাজমাধ্যমেও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মাতামাতি করতে দেখা যায়নি তাঁদের।
১২১৫
কুলদীপের সঙ্গে প্রেম করা সত্ত্বেও কোনও দিন তারকাসুলভ আচরণ করতে দেখা যায়নি বংশিকাকে। বংশিকা ভারতীয় জীবন বিমা কর্পোরেশন বা এলআইসির এক জন কর্মী। এখনও সেই চাকরিই করছেন।
১৩১৫
বংশিকা নিজে খ্যাতির আলোকবৃত্ত থেকে দূরে থাকা সত্ত্বেও কুলদীপের পাশে থেকেছেন সব সময়। ক্রিকেটারের কঠিন সময়ে ঢাল হয়ে পাশে থেকেছেন তিনি। সেই প্রেমিকার সঙ্গেই বাগ্দান সেরেছেন কুলদীপ।
১৪১৫
বাগ্দানের দিন ক্রিম রঙের শেরওয়ানি পরেছিলেন কুলদীপ। বংশিকা সেজেছিলেন উজ্জ্বল কমলা লহেঙ্গায়। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে আংটি বিনিময় করেন দু’জনে।
১৫১৫
দম্পতি বাগ্দানের কোনও ছবি সমাজমাধ্যমে পোস্ট করেননি। বিষয়টি প্রকাশ্যে আসে কুলদীপের সতীর্থ রিঙ্কু সিংহের ইনস্টাগ্রাম স্টোরি থেকে। তার পরেই বংশিকাকে নিয়ে একের পর এক প্রশ্ন ভিড় করতে থাকে নেটপাড়ায়। তাঁদের বিয়ে কবে হবে, তা নিয়ে উত্তেজিত ক্রিকেটারের অনুরাগীরা।