সাধারণ সাজপোশাক, টানা টানা চোখ, মনমোহিনী হাসি দিয়ে এক লহমায় বহু নেটাগরিকের হৃদয় জয় করেছেন তরুণী। তাঁকে নিয়ে হইচই পড়েছে নেটপাড়ায়। কেউ তাঁকে ‘রূপের দেবী’ তকমা দিয়েছেন, তো কেউ ডাকছেন ‘করুণার মূর্ত প্রতীক’ বলে। কেউ আবার লিখেছেন, ‘‘কে তুমি নন্দিনী, আগে তো দেখেনি।’’ তবে সকলের মনে একই কৌতূহল, একটাই প্রশ্ন— কে এই তরুণী?