Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Rajvir Jawanda Death

‘বিপদ হবে, যেয়ো না’! স্ত্রীর বারণ না শুনে বেরিয়েছিলেন বাইক নিয়ে, দুর্ঘটনায় মৃত্যু পঞ্জাবি বিনোদন জগতের তারকার

জানা গিয়েছে, বদ্দির রাস্তায় একটি গরু রাজবীরের বাইকের সামনে চলে এসেছিল। নিয়ন্ত্রণ হারান রাজবীর। দ্রুতগামী বাইক থেকে ছিটকে পড়েন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ০৯:৫৫
Share: Save:
০১ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

১২ দিনের লড়াই শেষে মৃত্যু হল জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দার। বুধবার সকালে মোহালির একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

০২ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

গত মাসের ২৭ তারিখে ১৩০০ সিসির একটি মোটরবাইক চালিয়ে শিমলা যাচ্ছিলেন রাজবীর। যদিও স্ত্রী তাঁকে বার বার বারণ করেছিলেন শিমলা যেতে। তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন।

০৩ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

কিন্তু স্ত্রীর বারণ শোনেননি রাজবীর। বেরিয়ে পড়েন গন্তব্যের উদ্দেশে। শিমলা যাওয়ার সময় হিমাচল প্রদেশের বদ্দির কাছে এক ভয়ঙ্কর বাইক দুর্ঘটনার শিকার হন গায়ক।

০৪ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

জানা গিয়েছে, বদ্দির রাস্তায় একটি গরু রাজবীরের বাইকের সামনে চলে এসেছিল। নিয়ন্ত্রণ হারান রাজবীর। দ্রুতগামী বাইক থেকে ছিটকে পড়েন তিনি।

০৫ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় সোলানের হাসপাতালে ভর্তি করা হয় ৩৫ বছর বয়সি পঞ্জাবি গায়ক তথা অভিনেতাকে। পরে সেখান থেকে মোহালির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

০৬ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

শিরদাঁড়ায় গুরুতর চোট পেয়েছিলেন রাজবীর। সেই সঙ্গে মস্তিষ্কেও প্রবল রক্তক্ষরণ হয়। শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল তাঁর।

০৭ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

ক্রিটিক্যাল কেয়ারে একটানা নজরদারি ও সমস্ত রকমের চিকিৎসা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায় তাঁর। হৃদ্‌রোগেও আক্রান্ত হন। এর পর ১২ দিনের লড়াই শেষে বুধবার সকালে মৃত্যু হয়েছে তাঁর।

০৮ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

রাজবীরের ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যেরা। ডুকরে কেঁদে উঠছেন তাঁর শোকগ্রস্ত স্ত্রী।

০৯ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

রাজবীরের মৃত্যুর খবরে পঞ্জাবি বিনোদন জগতেও শোকের ছায়া নেমে এসেছে। সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছেন তাঁর অনুরাগী, সহশিল্পী এবং সাধারণ মানুষ।

১০ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

আম আদমি পার্টির নেতা মণীশ সিসৌদিয়া-সহ রাজনীতিবিদ এবং তারকাদের অনেকে রাজবীরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

১১ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

পঞ্জাবি বিনোদন জগতে তরুণ তারকাদের মধ্যে অন্যতম নাম ছিলেন রাজবীর। গায়ক হিসাবে শ্রোতাদের একের পর এক বিখ্যাত গান উপহার দিয়ে সিনেদুনিয়াতেও পা দিয়েছিলেন তিনি।

১২ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

১৯৯০ সালে লুধিয়ানার জাগরাওঁ এলাকার পোনা গ্রামে জন্ম রাজবীরের। ছোট থেকেই গানবাজনার প্রতি আগ্রহ ছিল তাঁর। সে দিকেই কেরিয়ার গড়ার কথা ভাবেন। সাফল্যও আসে।

১৩ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

‘তু দিস পেন্ডা’, ‘খুশ রহা কর’, ‘সর্দারি’, ‘সারনেম’, ‘আফরিন’, ‘ল্যান্ডলর্ড’, ‘ডাউন টু আর্থ’ এবং ‘কঙ্গানি’র মতো জনপ্রিয় গান গেয়ে খ্যাতি অর্জন করেছিলেন রাজবীর। তাঁর প্রাণবন্ত কণ্ঠ এবং গানের কথা তাঁকে পঞ্জাবি সঙ্গীতের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বদের তালিকায় জায়গা করে দিয়েছিল।

১৪ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

গান গাওয়ার পাশাপাশি ‘সুবেদার জোগিন্দর সিংহ’ (২০১৮), ‘জিন্দ জান’ (২০১৯) এবং ‘মিন্দো তাসিলদারনি’ (২০১৯)-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজবীর। তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছে দর্শকদের কাছে।

১৫ ১৫
All need to know about Rajvir Jawanda, singer and actor dies 12 days after bike accident

রাজবীর সমাদৃত ছিলেন তাঁর বিনয়ী এবং নম্র ব্যবহারের জন্যও। তাঁর অকালমৃত্যুতে পঞ্জাবি বিনোদন জগতে গভীর শূন্যতা তৈরি হয়েছে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy