All need to know about social media star Khaby Lame, who left America after being detained by immigration dgtl
Khaby Lame
কথা বলেন না, আক্রান্ত কঠিন রোগে! কী ভাবে এত জনপ্রিয় হলেন আমেরিকা থেকে বিতাড়িত নেটপ্রভাবী খাবি?
খাবির পুরো নাম সেরিনে কাবানে লাম। সেনেগাল বংশোদ্ভূত ইটালীয় নাগরিক তিনি। ২৫ বছরের এই নেটপ্রভাবী টিকটকে খুবই জনপ্রিয়। শুধুমাত্র টিকটকেই ১৬ কোটি ২০ লক্ষ অনুরাগী রয়েছে তাঁর।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৬:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
সম্প্রতি আমেরিকার লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়ার পর সংবাদমাধ্যমের শিরানামে উঠে এসেছেন নেটপ্রভাবী তথা সমাজমাধ্যম তারকা খাবি লাম। মে মাসে মেট গালায় যোগ দিতে আমেরিকা এসেছিলেন খাবি। কিন্তু তাঁর বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘন করে বরাদ্দের অতিরিক্ত সময় আমেরিকায় থাকার অভিযোগ আনা হয়েছে।
০২২২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিয়মের বেড়াজাল এড়াতে পারেননি নেটপ্রভাবী খাবি। রিড বিমানবন্দরে আটক হওয়ার পর তাঁকে স্বেচ্ছায় আমেরিকা ছাড়ার কথা বলা হয়েছিল। এর পরেই আমেরিকা ছাড়েন খাবি।
০৩২২
যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি নেটপ্রভাবী। তবে সম্প্রতি ব্রাজ়িল থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি। আর তার থেকেই নিশ্চিত করা গিয়েছে যে খাবি আর আমেরিকায় নেই।
০৪২২
আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতর (আইসিই) সূত্রে খবর, খাবিকে গত শুক্রবার বিমানবন্দরে আটক করা হয়েছিল। খাবিকে স্বেচ্ছায় আমেরিকা ছাড়ার নির্দেশ দেয় আইসিই। তাই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে নির্বাসন আদেশ জারি করা হয়নি।
০৫২২
বিবৃতি দিয়ে গোটা ঘটনার কথা প্রকাশ্যেও এনেছে আইসি। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘৬ জুন নেভাডার লাস ভেগাসে হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে ইটালির নাগরিক সেরিনে কাবানে লাম-কে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।’’
০৬২২
জানা গিয়েছে, গত ৩০ এপ্রিল আমেরিকায় গিয়েছিলেন খাবি। কিন্তু ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও সেখানেই থাকছিলেন তিনি। সেই অভিযোগেই তাঁকে আটক করা হয়েছিল। যদিও একই দিনে তাঁকে ছেড়ে দেয় আইসিই।
০৭২২
এখনও পর্যন্ত খাবি এ নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও সরব হয়েছেন ট্রাম্প-পুত্র ব্যারনের ‘ঘনিষ্ঠ’ নেটপ্রভাবী বো লডন। সমাজমাধ্যম এক্স-এ এই ঘটনা সম্পর্কে পোস্ট করে বো লিখেছেন, ‘‘খাবিকে লাস ভেগাসে গ্রেফতার করা হয়েছে। হেন্ডারসন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাঁকে।’’
০৮২২
শুধু তা-ই নয়, খাবিকে ‘অবৈধবাসী’ আখ্যা দিয়ে বো জানিয়েছেন, তিনিই কর্তৃপক্ষকে খাবির ভিসার অবস্থা সম্পর্কে সতর্ক করেছিলেন। খাবি কর ফাঁকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
০৯২২
আমেরিকায় থাকা নিয়ে বিতর্কে জড়ানো সত্ত্বেও খাবির জনপ্রিয়তা কিন্তু একেবারেই কমেনি। বরং তাঁকে নিয়ে নেটাগরিকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
১০২২
খাবির পুরো নাম সেরিনে কাবানে লাম। সেনেগাল বংশোদ্ভূত ইটালীয় নাগরিক তিনি। ২৫ বছরের এই নেটপ্রভাবী টিকটকে খুবই জনপ্রিয়। শুধুমাত্র টিকটকেই ১৬ কোটি ২০ লক্ষ অনুরাগী রয়েছে তাঁর।
১১২২
অনেক সময় নিছক ঠাট্টা করে চার্লি চ্যাপলিনের সঙ্গে তুলনা করা হয় খাবির। কারণ একটাই। দু’জনেই সাফল্যের শিখরে উঠেছেন কথা না বলে।
১২২২
সমাজমাধ্যমে কিছু ভিডিয়োয় খুব সহজ কাজ জটিল পদ্ধতিতে করে দেখানো হয়। কিন্তু এই কাজগুলিই যদি সাধারণ ভাবে করা যায়? অতিমারিতে এমনই সব জটিল ‘লাইফ হ্যাকস্’-এর ভিডিয়োগুলি খুব সহজ ও সাধারণ পদ্ধতিতে করে দেখাতে শুরু করেন খাবি।
১৩২২
খোসা না ছাড়িয়ে কলা খাওয়া, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে নানা জটিল পদ্ধতিতে কলা কেটে খাওয়া সংক্রান্ত ভিডিয়োকে উপহাস করে পাল্টা ভিডিয়ো পোস্ট করে নেটমাধ্যমে প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তার পরে আরও বিভিন্ন বিষয় নিয়ে মজার ভিডিয়ো পোস্ট করে জনপ্রিয়তার শিখরে পৌঁছোন।
১৪২২
কখনও ঘরের ভিতর, কখনও বাড়ির রান্নাঘরে, কখনও বা ডাইনিং রুমে মজার ভিডিয়ো বানিয়ে সকলের মুখে হাসি ফোটান খাবি। তবে এই সব ভিডিয়োগুলিতে খাবি কোনও কথা বলেন না। আর এটাই তাঁর তৈরি ভিডিয়োগুলির বিশেষত্ব।
১৫২২
শুধুমাত্র মুখভঙ্গিমার মাধ্যমে মজার ভিডিয়ো বানিয়েই টিকটকে নিজের পরিচিতি বানিয়ে ফেলেন খাবি। প্রথমে নেটাগরিকদের অনেকেই ভেবেছিলেন যে খাবি বোবা। তবে পরে আসল সত্য প্রকাশ্যে আসে। জানা যায়, ইচ্ছা করেই কথা না বলে শুধু অঙ্গভঙ্গির মাধ্যমে ভিডিয়ো বানান তিনি।
১৬২২
টিকটকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছোনোর পর অন্য সমাজমাধ্যমেও জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন খাবি। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবেও বাড়তে থাকে তাঁর ভক্তের সংখ্যা।
১৭২২
খাবির প্রতিটি ভিডিয়ো হাস্যরসে পরিপূর্ণ হলেও তাঁর ব্যক্তিগত জীবনে জটিলতা ছিল প্রচুর। এক বছর বয়সেই সেনেগাল থেকে সপরিবারে ইটালিতে চলে এসেছিলেন খাবি। ছোট থেকে ডিসলেক্সিয়ায় আক্রান্ত হওয়ার কারণে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি।
১৮২২
একটু বড় হয়ে কখনও কারখানায়, কখনও হোটেলের কর্মী হিসাবে কাজ করতেন খাবি। মাসিক বেতন হাজার ডলারের বেশি ছিল না কখনওই। তবে ২০২০ সালে তাঁকে চাকরি থেকে বার করে দেওয়া হয়।
১৯২২
তখনই খাবি সিদ্ধান্ত নেন, মজার ভিডিয়ো বানিয়েই নেটমাধ্যমে দর্শকের মনোরঞ্জন করবেন তিনি। সেইমতো ভিডিয়ো বানানো শুরুও করেন। প্রথম এক মাসে তাঁর ভিডিয়ো মাত্র ন’জন দেখেছিলেন। সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল মাত্র দুই।
২০২২
তবুও ভেঙে পড়েননি খাবি। নিয়মিত ভিডিয়ো বানিয়ে যান তিনি। ধীরে ধীরে বিপুল পরিমাণ দর্শকের কাছে পৌঁছোতে শুরু করে তাঁর ভিডিয়ো। বর্তমানে তাঁর অনুরাগীরা রয়েছেন বিশ্ব জুড়ে।
২১২২
বর্তমানে সাফল্যের আর এক নামে পরিণত হয়েছেন খাবি। এখন বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ পান তিনি। এড শিরান, লিয়োনেল মেসি-সহ বহু খ্যাতনামী ব্যক্তিকে এখন নিয়মিত দেখা যায় তাঁর ভিডিয়োয়। বেশ কয়েক জন বলি অভিনেতার সঙ্গেও ভিডিয়ো রয়েছে তাঁর।
২২২২
সেনেগাল থেকে আসার পরেও অনেক দিন ইটালির নাগরিকত্ব ছিল না খাবির কাছে। ২০২২ সালের ২৪ জুন তাঁকে নাগরিকত্ব দেয় ইটালি সরকার।