ভুয়ো পাসপোর্ট, জাল ভিসা, এমনকি ভুয়ো আইপিএস, আইএএস অফিসার— এত দিন এমন নানা বিষয় শোনা যেত। অভিযোগ পেয়ে পুলিশের হাতে ধরাও পড়ত জালিয়াতেরা। এ বার প্রকাশ্যে ভুয়ো দূতাবাস। গাজ়িয়াবাদে এত দিন সেই দূতাবাসের অস্তিত্ব ছিল বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) নয়ডা ইউনিট। গ্রেফতার করা হয়েছে হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তিকে।