Advertisement
০৫ মে ২০২৪
SIM Swapping Scam

ওটিপি না দিয়েও ব্যাঙ্ক থেকে লোপাট হচ্ছে লক্ষ লক্ষ টাকা! নজরে সিম অদলবদল কেলেঙ্কারি

তদন্ত করতে গিয়ে প্রাথমিক ভাবে হতবাক হয়ে যান তদন্তকারী পুলিশ আধিকারিকরাও। তাঁরা দেখেন, ওই মহিলা প্রতারকদেরকে কোনও ওটিপি দেননি। তা হলে কী ভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ লোপাট হল!

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ ০৯:৪৮
Share: Save:
০১ ১৭
All you need to know about SIM Swapping Scam

দিল্লির এক জন আইনজীবী দাবি করেছেন যে, মোবাইলের সিম অদলবদল করে ৫০ লক্ষ টাকা হারিয়েছেন তিনি।

০২ ১৭
All you need to know about SIM Swapping Scam

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই আইনজীবী একটি অজানা নম্বর থেকে তিনটি মিসড কল পেয়েছিলেন।

০৩ ১৭
All you need to know about SIM Swapping Scam

এর পর তিনি ঘুরিয়ে ওই নম্বরে ফোন করার পর ফোনের ও পার থেকে বলা হয়, কুরিয়ারের জন্য তাঁকে ফোন করা হয়েছে। আইনজীবীর কাছ থেকে তাঁর বাড়ির ঠিকানাও নিয়ে নেওয়া হয়।

০৪ ১৭
All you need to know about SIM Swapping Scam

ব্যক্তিগত আরও তথ্য বিস্তারিত ভাবে ভাগ করে নেওয়ার পরেই ওই ৩৫ বছর বয়সি মহিলা আইনজীবীর ফোনে দু’টি মেসেজ আসে।

০৫ ১৭
All you need to know about SIM Swapping Scam

দেখা যায়, ওই আইনজীবীর অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে ৫০ লক্ষ টাকা। এর পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।

০৬ ১৭
All you need to know about SIM Swapping Scam

তদন্ত করতে গিয়ে প্রাথমিক ভাবে হতবাক হয়ে যান তদন্তকারী পুলিশ আধিকারিকেরাও। তাঁরা দেখেন, ওই মহিলা প্রতারকদেরকে কোনও ওটিপি দেননি। তা হলে কী ভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ লোপাট হল?

০৭ ১৭
All you need to know about SIM Swapping Scam

পরে আরও তদন্ত করে দেখা যায়, ওই আইনজীবী আসলে সিম অদলবদল কেলেঙ্কারি (সিম সোয়াপিং স্ক্যাম)-এর শিকার। সিম অদলবদল কেলেঙ্কারি বা জালিয়াতি আসলে কী?

০৮ ১৭
All you need to know about SIM Swapping Scam

প্রথমে প্রতারকেরা কারও সিম কার্ডের নাগাল পাওয়ার চেষ্টা করেন। এর পর সিম কার্ডের নেটওয়ার্কে কারচুপি করে সেই ফোন নম্বর নিজেদের কাছে থাকা সিম কার্ডের সঙ্গে লিঙ্ক করে ফেলা হয়।

০৯ ১৭
All you need to know about SIM Swapping Scam

এক বার যদি প্রতারকেরা কারও ফোন নম্বরের নিয়ন্ত্রণ পেয়ে যায়, তা হলে তারা সেই নম্বরে ফোন করে বা মেসেজ পাঠায়।

১০ ১৭
All you need to know about SIM Swapping Scam

ফোন বা মেসেজের পর যদি পাল্টা ফোন বা মেসেজ আসে তা হলে, যিনি ফোন করছেন, তাঁর মোবাইলটিও প্রতারকদের নাগালে চলে আসে। ফলে হ্যাকড হয়ে যাওয়া ফোনে যে মেসেজ আসে, সেই একই মেসেজ প্রতারকের ফোনেও আসে। সহজেই ব্যাঙ্কের পাঠানো ওটিপিও চলে আসে প্রতারকদের কাছে।

১১ ১৭
All you need to know about SIM Swapping Scam

প্রতারকদের প্রতারণা করার প্যাঁচ-পয়জর যেমন আছে, তেমনি সেখান থেকে মুক্তির উপায়ও আছে। কী ভাবে সিম অদলবদল কেলেঙ্কারি থেকে রক্ষা পাওয়া যাবে?

১২ ১৭
All you need to know about SIM Swapping Scam

প্রাথমিক ভাবে, ফোনে এমন কারও সঙ্গে কথা বলা উচিত নয় যাঁর সঙ্গে কথা বলতে ভাল লাগছে না বা কথা বলে সুবিধের ঠেকছে না।

১৩ ১৭
All you need to know about SIM Swapping Scam

যদি সিম কার্ড লক করা থাকে বা সিম কার্ডের বৈধতা সংক্রান্ত কোনও বার্তা আসে, তা হলে তৎক্ষণাৎ পরিষেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করে নম্বরটি ব্লক করা উচিত।

১৪ ১৭
All you need to know about SIM Swapping Scam

ফোনে যদি সিম লকের সুবিধা থাকে, তা হলে সেটি করে রাখাই শ্রেয়। সিম কার্ডের বৈধতা সংক্রান্ত বার্তা পেলে ইউপিআই এবং ইন্টারনেট ব্যাঙ্কিংও ব্লক করা উচিত।

১৫ ১৭
All you need to know about SIM Swapping Scam

প্রতারকদের ঠেকাতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে পাসওয়ার্ড পরিবর্তন করতে থাকা উচিত। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও নিয়মিত নজরে রাখা উচিত।

১৬ ১৭
All you need to know about SIM Swapping Scam

অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হলে অতি সত্বর ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

১৭ ১৭
All you need to know about SIM Swapping Scam

টাকা লেনদেনের অ্যাপ পেটিএম-এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা সম্প্রতি বলেন ফোন বা ফোন নম্বরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড। তবে এলেবেলে পাসওয়ার্ড দিলেও হবে না।

ছবি: প্রতীকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE