উপহার হিসাবে পুতুল পেলে বাচ্চারা আর কী চায়! তার উপর যদি আকারে-আয়তনে সেই পুতুল প্রায় মানুষের সমান হয়, তা হলে তো তারা আনন্দে আত্মহারা হবেই। বড় পর্দায় এই পুতুলদের নিয়ে ভয়াবহ কাহিনিও কম হয়নি। বলিউডের ‘তাতিয়া ভিঞ্চু’ থেকে হলিউডের ‘অ্যানাবেল’, ‘চাকি’, ‘রবার্ট’ প্রভৃতি পুতুলের কাহিনি দর্শককে রীতিমতো ভয় ধরায়। এই ধরনের গল্প শুধু সিনেমার গল্পেই সীমাবদ্ধ থাকেনি।