ভরা সভার মাঝখান থেকেই উঠে একটি জরুরি কাজে চলে যেতে হয়েছিল জিম কার্টারকে। দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের একটি দেশ গায়ানায় বসেছিল জরুরিভিত্তিক এক ধর্মসভা। সেই ধর্মেরই অনুসারী ছিলেন জিম। জোন্সটাউন নামের একটি ক্ষুদ্র শহরের কম্পাউন্ডের ভিতরে একটি চত্বরে বসেছিল সেই জরুরি সভা। কিছু ক্ষণের জন্য সভা ছেড়ে চলে যান জিম।
ফিরে আসার পর তিনি যে দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন তা দেখে বুকের রক্ত ছলকে উঠেছিল জিমের। সভার চত্বরে পড়ে কাতরাচ্ছেন শয়ে শয়ে আবালবৃদ্ধবনিতা। সেই সমস্ত মৃত্যুপথযাত্রীদের মধ্যে ছিলেন জিমের স্ত্রী, সন্তান, বন্ধু এবং প্রতিবেশীরাও। জোন্সটাউনের আকাশ-বাতাসে ছড়িয়ে পড়েছিল মৃত্যুর হাহাকার। চিৎকার ও ক্রন্দনরোলে অসহনীয় হয়ে উঠেছিল সভাচত্বর।