প্রায় হাজার বছরের পুরনো একটা শিবমন্দির। সেই দেবালয়ের দখলকে কেন্দ্র করে সম্মুখসমরে দুই প্রতিবেশী। একে অপরকে চিরতরে শেষ করতে সীমান্তে সৈন্যসংখ্যা বাড়াচ্ছে তারা। শুধু তা-ই নয়, ইতিমধ্যেই বারুদবর্ষণে মেতে উঠেছে রকেট লঞ্চার থেকে লড়াকু জেট। এ-হেন মহাদেবের সুপ্রাচীন আরাধনাস্থল দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘটাতে পারে ‘প্রলয়ের’ সূত্রপাত। ওই এলাকার রণবাদ্য সেই ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়া ওই দুই প্রতিবেশী হল তাইল্যান্ড ও কম্বোডিয়া। বিতর্কিত ‘পান্না ত্রিভুজ’-এর দখলদারি নিয়ে দীর্ঘ দিন ধরেই ব্যাঙ্কক-নম পেনের মধ্যে চলছিল টানাপড়েন। চলতি বছরের ২৩ জুলাই থেকে সংঘাত তীব্র হলে সীমান্তে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে যুযুধান দুই পক্ষ। এর মূলে রয়েছে প্রায় হাজার বছরের প্রাচীন ওই শিবমন্দির।