Advertisement
২০ এপ্রিল ২০২৪
Amitabh Bachchan

Celebrity Wedding: ‘শোলে’র বাসন্তী থেকে জয়-বীরু, অম্বানীর ছেলের বিয়ে যেন চাঁদের হাট! রইল ফোটো অ্যালবাম

অনিল-পুত্র জয় আনমোল অম্বানী এবং কৃষ্ণা শাহের বিয়েতে যেন চাঁদের হাট বসেছিল।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪২
Share: Save:
০১ ১৩
অনিল অম্বানীর বড়ছেলের বিয়ে বলে কথা। তারকার ভিড় তো হবেই! রবিবার তেমনই হয়েছিল অম্বানীদের বাড়িতে। অনিল-পুত্র জয় আনমোল অম্বানী এবং কৃষ্ণা শাহের বিয়েতে যেন চাঁদের হাট বসেছিল।

অনিল অম্বানীর বড়ছেলের বিয়ে বলে কথা। তারকার ভিড় তো হবেই! রবিবার তেমনই হয়েছিল অম্বানীদের বাড়িতে। অনিল-পুত্র জয় আনমোল অম্বানী এবং কৃষ্ণা শাহের বিয়েতে যেন চাঁদের হাট বসেছিল।

০২ ১৩
বলিউড থেকে শুরু করে রাজনীতি বা ফ্যাশন জগতের হোমড়াচোমড়া— তারকাদের ছটায় আলোকিত বিয়ের আসর। কারা ছিলেন সে আসরে?

বলিউড থেকে শুরু করে রাজনীতি বা ফ্যাশন জগতের হোমড়াচোমড়া— তারকাদের ছটায় আলোকিত বিয়ের আসর। কারা ছিলেন সে আসরে?

০৩ ১৩
মুম্বইয়ের কাফ প্যারেডে অনিলের বাড়ি ‘সি উইন্ড’-এ বসেছিল জয়-কৃষ্ণার বিয়ের আসর। ২০ ফেব্রুয়ারির সন্ধ্যায় ওই ১৪ তলা বাড়়িতেই ছিল জমকালো অনুষ্ঠান।

মুম্বইয়ের কাফ প্যারেডে অনিলের বাড়ি ‘সি উইন্ড’-এ বসেছিল জয়-কৃষ্ণার বিয়ের আসর। ২০ ফেব্রুয়ারির সন্ধ্যায় ওই ১৪ তলা বাড়়িতেই ছিল জমকালো অনুষ্ঠান।

০৪ ১৩
জয়-কৃষ্ণার জীবনের বিশেষ দিনটি উদ্‌যাপনের সাক্ষী হতে হাজির ছিলেন অম্বানীদের পারিবারিক বন্ধু বচ্চনরা। অমিতাভ-জয়া, অভিষেক-ঐশ্বর্যা, শ্বেতা— রবিবার গোটা বচ্চন পরিবারকেই দেখা গিয়েছে ‘সি উইন্ড’-এ।

জয়-কৃষ্ণার জীবনের বিশেষ দিনটি উদ্‌যাপনের সাক্ষী হতে হাজির ছিলেন অম্বানীদের পারিবারিক বন্ধু বচ্চনরা। অমিতাভ-জয়া, অভিষেক-ঐশ্বর্যা, শ্বেতা— রবিবার গোটা বচ্চন পরিবারকেই দেখা গিয়েছে ‘সি উইন্ড’-এ।

০৫ ১৩
রবিবার সন্ধ্যার আগেই বিয়ের আসরে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। ধবধবে সাদা জমিতে হালকা ধূসর কাজের কুর্তা-শেরওয়ানির সঙ্গে পাগড়ির সাজে। যেন তিনিই বরকর্তা!

রবিবার সন্ধ্যার আগেই বিয়ের আসরে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। ধবধবে সাদা জমিতে হালকা ধূসর কাজের কুর্তা-শেরওয়ানির সঙ্গে পাগড়ির সাজে। যেন তিনিই বরকর্তা!

০৬ ১৩
অমিতাভের পাশে জয়ার সাজ ছিল বেশ জমকালো। রিগ্যাল গোল্ডেন এবং গাঢ় লালচে শাড়ির সঙ্গে মানানসই গয়না। কপালে লাল টিপ। হাতে সোনার পোলকি চুড়ি। টেনে বাঁধা খোঁপা। সঙ্গে লম্বা নেকলেসে নিজেকে সাজিয়েছিলেন জয়া।

অমিতাভের পাশে জয়ার সাজ ছিল বেশ জমকালো। রিগ্যাল গোল্ডেন এবং গাঢ় লালচে শাড়ির সঙ্গে মানানসই গয়না। কপালে লাল টিপ। হাতে সোনার পোলকি চুড়ি। টেনে বাঁধা খোঁপা। সঙ্গে লম্বা নেকলেসে নিজেকে সাজিয়েছিলেন জয়া।

০৭ ১৩
‘শোলে’র জয় হাজির। আর বীরু থাকবেন না? অমিতাভের পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রও। আর বাসন্তী? হ্যাঁ, তিনিও ছিলেন।

‘শোলে’র জয় হাজির। আর বীরু থাকবেন না? অমিতাভের পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রও। আর বাসন্তী? হ্যাঁ, তিনিও ছিলেন।

০৮ ১৩
জয়ার পাশে হেমা মলিনীকেও কম জমকালো দেখায়নি। চওড়া পারের সোনালি বর্ডার দেওয়া শাড়ির জমি ছিল ততধিক রঙিন। সঙ্গে মানানসই নেকলেস ও দুল।

জয়ার পাশে হেমা মলিনীকেও কম জমকালো দেখায়নি। চওড়া পারের সোনালি বর্ডার দেওয়া শাড়ির জমি ছিল ততধিক রঙিন। সঙ্গে মানানসই নেকলেস ও দুল।

০৯ ১৩
জয়া-হেমার পাশাপাশি সাংসদ সুপ্রিয়া সুলেকেও দেখা গিয়েছে। হেমা সে ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সংসদীয় রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকলেও এ আসরে যে তাঁরা একসুতোয় গাঁথা, তা-ও জানিয়েছেন হেমা।

জয়া-হেমার পাশাপাশি সাংসদ সুপ্রিয়া সুলেকেও দেখা গিয়েছে। হেমা সে ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সংসদীয় রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকলেও এ আসরে যে তাঁরা একসুতোয় গাঁথা, তা-ও জানিয়েছেন হেমা।

১০ ১৩
অমিতাভ-জয়ার সঙ্গে আরাধ্যাকে নিয়ে গিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্যা। তিন জনেই প্রায় একই রঙের পোশাকের সাজুগুজু করেছিলেন। লাল লেহঙ্গায় ঐশ্বর্যার পাশে পাশে ছিল আরাধ্যা। পরনে মায়ের মতোই টকটকে লাল লেহঙ্গা-চোলি। ঐশ্বর্যা-আরাধ্যার পাশে অভিষেক যেন আরও ফুটে উঠেছেন। চকরাবকরা রঙিন গলাবন্ধ শেরওয়ানির সঙ্গে বাবার মতোই ডিজাইনার পাগড়ি। তবে তিন জনেই প্রায় সব সময় মাস্ক পরে ঘোরাফেরা করেছেন।

অমিতাভ-জয়ার সঙ্গে আরাধ্যাকে নিয়ে গিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্যা। তিন জনেই প্রায় একই রঙের পোশাকের সাজুগুজু করেছিলেন। লাল লেহঙ্গায় ঐশ্বর্যার পাশে পাশে ছিল আরাধ্যা। পরনে মায়ের মতোই টকটকে লাল লেহঙ্গা-চোলি। ঐশ্বর্যা-আরাধ্যার পাশে অভিষেক যেন আরও ফুটে উঠেছেন। চকরাবকরা রঙিন গলাবন্ধ শেরওয়ানির সঙ্গে বাবার মতোই ডিজাইনার পাগড়ি। তবে তিন জনেই প্রায় সব সময় মাস্ক পরে ঘোরাফেরা করেছেন।

১১ ১৩
রবিবারসীয় সন্ধ্যায় অতিথিদের দেখাশোনায় কসুর করেননি নীতা অম্বানীও। জরির কাজের লাল-সবুজে লেহঙ্গা। সঙ্গে সোনালি সূক্ষ্ম কাজের চোলি। দামি পাথরের গয়নার মোড়া। তারকা অতিথিদের পাশে তিনিও কোনও অংশে কম আভা ছড়াননি।

রবিবারসীয় সন্ধ্যায় অতিথিদের দেখাশোনায় কসুর করেননি নীতা অম্বানীও। জরির কাজের লাল-সবুজে লেহঙ্গা। সঙ্গে সোনালি সূক্ষ্ম কাজের চোলি। দামি পাথরের গয়নার মোড়া। তারকা অতিথিদের পাশে তিনিও কোনও অংশে কম আভা ছড়াননি।

১২ ১৩
অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দাও আসরে আলো ছড়িয়েছেন। মেয়ে নভ্যা নভেলি নন্দার মতোই তাঁর পরনে ছিল ভারী কাজের ডিজাইনার লেহঙ্গা। এই বিয়ের জন্য ডিজাইনার জুটি আবু জানি এবং সন্দীপ খোসলার উপরের ভরসা রেখেছেন তাঁরা। জয়ার দু’পাশে বসে আবার ছবির জন্য ‘পোজ’ও দিয়েছেন শ্বেতা এবং নভ্যা। অনুষ্ঠানে হাজির ছিলেন ডিজাইনার সন্দীপ খোসলাও।

অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দাও আসরে আলো ছড়িয়েছেন। মেয়ে নভ্যা নভেলি নন্দার মতোই তাঁর পরনে ছিল ভারী কাজের ডিজাইনার লেহঙ্গা। এই বিয়ের জন্য ডিজাইনার জুটি আবু জানি এবং সন্দীপ খোসলার উপরের ভরসা রেখেছেন তাঁরা। জয়ার দু’পাশে বসে আবার ছবির জন্য ‘পোজ’ও দিয়েছেন শ্বেতা এবং নভ্যা। অনুষ্ঠানে হাজির ছিলেন ডিজাইনার সন্দীপ খোসলাও।

১৩ ১৩
যাঁদের ঘিরে এত আলোর ছটা, সেই জয়-কৃষ্ণা কেমন সেজেছিলেন? বিশেষ দিনটিতে হালকা রঙের উপর সূক্ষ্ম কাজের শেরওয়ানি চাপিয়েছিলেন জয়। সঙ্গে অবশ্য দামি পাথরের জড়োয়া নেকলেস। কৃষ্ণার পরনে ছিল লালচে লেহঙ্গা-চোলি। আপাদমস্তক গয়নার মোড়া। ছেলের বিয়েতে অনিল এবং টিনা অম্বানীর চওড়া হাসিও বেশ খোলতাই হয়েছিল!

যাঁদের ঘিরে এত আলোর ছটা, সেই জয়-কৃষ্ণা কেমন সেজেছিলেন? বিশেষ দিনটিতে হালকা রঙের উপর সূক্ষ্ম কাজের শেরওয়ানি চাপিয়েছিলেন জয়। সঙ্গে অবশ্য দামি পাথরের জড়োয়া নেকলেস। কৃষ্ণার পরনে ছিল লালচে লেহঙ্গা-চোলি। আপাদমস্তক গয়নার মোড়া। ছেলের বিয়েতে অনিল এবং টিনা অম্বানীর চওড়া হাসিও বেশ খোলতাই হয়েছিল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE