Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩
Anushka Sharma

অনুষ্কার পোশাক প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চিনের যোগ? অভিযোগ উঠতেই হাত গুটিয়ে নেন অভিনেত্রী

নিজের নামের সঙ্গে মিল রেখে নিজস্ব পোশাক প্রস্তুতকারী সংস্থার নাম রাখেন অনুষ্কা। ওয়েবসাইটে যে পোশাক বিক্রি করা হয় তা অনুষ্কার নিজের নকশা করা। অন্তত এমনটাই দাবি অভিনেত্রীর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১২
Share: Save:
০১ ১৩
Anushka Sharma

অভিনয়ের পাশাপাশি নানা রকম ব্যবসা রয়েছে বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার। প্রযোজনা সংস্থা থেকে শুরু করে পোশাক প্রস্তুতকারী সংস্থার অধিকর্ত্রী পদে নাম ছিল তাঁর। কিন্তু তাঁর সংস্থার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠতে থাকে। অভিযোগ, তাঁর সংস্থায় নকল পোশাক বিক্রি হয়।

০২ ১৩
Anushka Sharma

নিজের নামের সঙ্গে মিল রেখে নিজস্ব পোশাক প্রস্তুতকারী সংস্থার নাম রাখেন অনুষ্কা। ওয়েবসাইটে যে পোশাক বিক্রি করা হয় তা অনুষ্কার নিজের নকশা করা। অন্তত এমনটাই দাবি অভিনেত্রীর।

০৩ ১৩
Anushka Sharma

কিন্তু অনুষ্কার সংস্থার সঙ্গে খুঁজে পাওয়া যায় চিনের যোগ। নেটব্যবহারকারীদের একাংশের দাবি, চিনের একটি ই-কমার্স ওয়েবসাইটে একই ধরনের পোশাক পাওয়া যায়।

০৪ ১৩
Anushka Sharma

একই ধরনের পোশাক অনুষ্কা তাঁর সংস্থার তরফে বিক্রি করে নিজের নামে চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে।

০৫ ১৩
Anushka Sharma

নিজের সংস্থার সঙ্গে চিনের নাম জুড়ে যাওয়ায় সে প্রসঙ্গে মুখ খোলেন অনুষ্কা। অভিনেত্রীর দাবি, এ প্রসঙ্গে তিনি কিছুই জানেন না।

০৬ ১৩
Anushka Sharma

যে সংস্থার স‌ঙ্গে অনুষ্কার চুক্তি হয়েছিল তারা দাবি করে অভিনেত্রীর সংস্থা ছাড়া অন্য কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ নয়।

০৭ ১৩
Anushka Sharma

পরে প্রকাশ্যে আসে যে, পোশাক প্রস্তুতকারী সংস্থা আদতে অনুষ্কারই নয়। এমনকি এই পোশাকগুলিও তাঁর নকশা করা নয়।

০৮ ১৩
Anushka Sharma

সংস্থার দাবি, কখন কী ধরনের পোশাক বিক্রি করা হয় সে প্রসঙ্গে কোনও ধারণাই নেই অনুষ্কার।

০৯ ১৩
Anushka Sharma

অনুষ্কা খ্যাতনামী অভিনেত্রী বলে তাঁকে পোশাক প্রস্তুতকারী সংস্থার প্রচারের মুখ হিসাবে ব্যবহার করা হয় বলে সংস্থার দাবি।

১০ ১৩
Anushka Sharma

অনুষ্কার সঙ্গে নাকি সংস্থার চুক্তি হয় যে পোশাক প্রস্তুতকারী সংস্থার প্রতিষ্ঠাতা হিসাবে তাঁকে প্রকাশ্যে আসতে হবে।

১১ ১৩
Anushka Sharma

এর পর সংস্থার তরফে দাবি করা হয়, এই বিষয়ে অনুষ্কা কিছুই জানতেন না। তাঁকে সম্পূর্ণ বিষয়টি থেকে আলাদা রাখার অনুরোধও করা হয়।

১২ ১৩
Anushka Sharma

এর পর নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেও সরে যান অনুষ্কা। অভিনয় নিয়েই ব্যস্ত থাকবেন এমনটাও জানান তিনি।

১৩ ১৩
Anushka Sharma

সমাজমাধ্যমে পোস্ট করে অনুষ্কা লিখেছিলেন, ‘‘আমি সদ্য মা হয়েছি। জীবনে সমতা বজায় রেখে চলতে চাই। আমার জীবনের প্রথম প্রেম অভিনয়। সেটা নিয়েই থাকব।’’

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE