Bollywood actress has 1 crore rupees vanity van to 65 crore rupees house dgtl
Janhvi Kapoor’s Net Worth
ছ’বছরে মাত্র তিনটি হিট! তবু এক কোটির ভ্যানিটি ভ্যান, কয়েক কোটির বাড়ি, একাধিক গাড়ির মালিক বলি নায়িকা
গাড়ি সংগ্রহে রাখার শখ রয়েছে বলি অভিনেত্রীর। নায়িকার গ্যারাজে সাজানো রয়েছে মার্সিডিজ় জিএলই, লেক্সাস এলএম এবং বিএমডব্লিউ এক্স৫-এর মতো একাধিক দামি গাড়ি।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১২:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
বলিউড থেকে দক্ষিণী চলচ্চিত্র— ৫০ বছরের কেরিয়ারে ডাকসাইটে অভিনেত্রীদের তালিকায় সর্বদা প্রথম সারিতেই নাম ছিল শ্রীদেবীর। তাঁর দুই কন্যা অভিনয়ে নামলেও অবশ্য এখনও পর্যন্ত শ্রীদেবীর মতো খ্যাতি পাননি কেউই। তবে সম্পত্তির দিক থেকে তাক লাগিয়ে দিয়েছেন শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জাহ্নবী কপূর।
০২১৭
বলিপাড়া সূত্রে খবর, মেকআপ করার জন্য আলাদা ভ্যানিটি ভ্যান রয়েছে জাহ্নবীর। কানাঘুষো শোনা গিয়েছে যে, এক কোটি টাকা খরচ করে ভ্যানিটি ভ্যানটি কিনেছেন তিনি।
০৩১৭
মুম্বইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট রয়েছে জাহ্নবীর। সেখানে বাবা বনি কপূর এবং বোন খুশি কপূরের সঙ্গে থাকেন তিনি।
০৪১৭
বলিউডের জনশ্রুতি, ৮৬৬৯ বর্গফুট অ্যাপার্টমেন্টটি ৬৫ কোটি টাকা খরচ করে কিনেছেন জাহ্নবী। দামি আসবাবপত্র দিয়ে অন্দরমহল সাজিয়েছেন তিনি। এমনকি, শ্রীদেবীর আঁকা প্রচুর ছবিও রয়েছে তাঁর বাড়িতে।
০৫১৭
বলিপাড়া সূত্রে জানা যায়, চেন্নাইয়ের সমুদ্রসৈকতের ধারে চার একর জমি রয়েছে জাহ্নবীর। যদিও তা নায়িকার পারিবারিক সম্পত্তি।
০৬১৭
চেন্নাইয়ে ছুটি কাটাতে যাবেন বলে সেখানে একটি হলিডে হোম তৈরি করে ফেলেছেন জাহ্নবী। বিশাল বাগান, সুইমিং পুলের পাশাপাশি সেখানে রয়েছে একটি মাস্টার বেডরুম। অতিথিদের থাকার জন্য আলাদা বন্দোবস্ত রয়েছে সেখানে।
০৭১৭
গাড়ি সংগ্রহে রাখার শখ রয়েছে জাহ্নবীর। নায়িকার গ্যারাজে সাজানো রয়েছে মার্সিডিজ় জিএলই, লেক্সাস এলএম এবং বিএমডব্লিউ এক্স৫-এর মতো একাধিক দামি গাড়ি।
০৮১৭
বলিপাড়া সূত্রে খবর, প্রতি ছবিতে অভিনয় করতে পারিশ্রমিক হিসাবে ৫ থেকে ১০ কোটি টাকা আয় করেন জাহ্নবী।
০৯১৭
বহু দামি সংস্থার বিজ্ঞাপনে প্রচারের মুখ হিসাবে দেখা যায় জাহ্নবীকে। বিজ্ঞাপনে অভিনয় করতে ৫০ লক্ষ টাকা থেকে শুরু করে ৩ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক আদায় করেন তিনি।
১০১৭
বলিউডের জনশ্রুতি, জাহ্নবীর সম্পত্তির তালিকায় রয়েছে একটি ট্রিপ্লেক্স অ্যাপার্টমেন্ট। ৩৯ কোটি টাকা খরচ করে সেই অ্যাপার্টমেন্টটি কিনেছেন তিনি।
১১১৭
২০১৮ সালে ‘ধড়ক’ নামের একটি হিন্দি ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন শ্রীদেবীর কন্যা। তাঁর কেরিয়ারের প্রথম ছবিই বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল। তার পর অবশ্য জাহ্নবীর কেরিয়ার বেশ শ্লথ গতিতে এগোতে থাকে।
১২১৭
‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’, ‘মিলি’, ‘উলঝ’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী। বলিপাড়ার পাশাপাশি দক্ষিণী ফিল্মজগতেও পাড়ি দিয়েছেন নায়িকা।
১৩১৭
২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘দেভারা: পার্ট ওয়ান’ নামের তেলুগু ভাষার একটি ছবিতে অভিনয় করতে দেখা যায় জাহ্নবী। এই ছবিতে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা এনটি রামারাও জুনিয়রের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এই ছবিটিও বক্স অফিসে দারুণ ব্যবসা করে।
১৪১৭
ছয় বছরের কেরিয়ারে মাত্র তিনটি ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করে জাহ্নবীর। ২০২৪ সালে ‘দেভারা: পার্ট ওয়ান’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
১৫১৭
বলিপাড়া সূত্রে খবর, ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’ এবং ‘পরম সুন্দরী’ নামের দু’টি হিন্দি ছবির শুটিং করছেন জাহ্নবী। চলতি বছরেই ছবি দু’টির মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৬১৭
একটি দক্ষিণী ছবিতেও দেখা যেতে পারে জাহ্নবীকে। ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পেতে পারে স্পোর্টস অ্যাকশন ঘরানার ছবি ‘পেদ্দি’। রামচরণ অভিনীত তেলুগু ভাষার এই ছবিতে অভিনয় দেখা যাবে শ্রীদেবীর কন্যার।
১৭১৭
২০২৪ সালের হিসাব অনুযায়ী, জাহ্নবীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৮২ কোটি টাকা। বর্তমানে তা আরও বৃদ্ধি পেতে পারে বলে বলিপাড়ার অধিকাংশের দাবি।