সুনীল গাওস্কর: ভারতের সর্বকালের সেরা টেস্ট দল হবে আর তাতে গাওস্করের নাম থাকবে না, এ কথা ভাবাই যায় না। টেস্টে প্রথম ১০ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন তিনিই। দেশের হয়ে ১২৫টি টেস্ট খেলেছিলেন ডানহাতি মুম্বইকর। ২১৪ ইনিংসে ৫১.১২ গড়ে করেছেন ১০১২২ রান। কেরিয়ারে করেছেন ৩৪টি শতরান। সেরা স্কোর অপরাজিত ২৩৬। পুজারার সেরা একাদশে ওপেন করবেন গাওস্কর।