কথায় আছে, একা রামে রক্ষা নেই সুগ্রীব দোসর! ‘চিন পাকিস্তান অর্থনৈতিক বারান্দা’ বা সিপিইসির (চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর) দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক ঘোষণার মুখে সেই চ্যালেঞ্জের মুখেই পড়েছে ভারত। কারণ, শত্রুভাবাপন্ন দুই প্রতিবেশীর ওই প্রকল্পে এ বার যোগ দিচ্ছে আফগানিস্তান। ফলে জাতীয় নিরাপত্তার নিরিখে রক্তচাপ বেড়েছে নয়াদিল্লির।
চলতি বছরের ২০ অগস্ট সিপিইসির দ্বিতীয় পর্যায়ের কাজের সূচনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় পাক গণমাধ্যম ‘দ্য ডন’। ইসলামাবাদের পরিকল্পনা রূপায়ণমন্ত্রী আহসান ইকবালকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের আসন্ন চিন সফরে এর চূড়ান্ত ঘোষণা হবে। উভয়পক্ষ এ ব্যাপারে একমত হয়েছে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার আগে যৌথ সহযোগিতা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।