Advertisement
২৫ ডিসেম্বর ২০২৫
Sagittarius B2

১০০ কোটি বছরেও শেষ হবে না মহাকাশের ‘মদের ভান্ডার’! স্বাদে গন্ধে কেমন সেই ‘মহাজাগতিক সুরা’?

বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে এই মদের মেঘের দূরত্ব ১০ হাজার আলোকবর্ষ। সেখানের এক নক্ষত্রমণ্ডলে না কি মদের সেই বিশাল ভান্ডার রয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৭
Share: Save:
০১ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

পৃথিবীর বুকে মদপ্রেমীদের সংখ্যা বিপুল। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মদ পছন্দ। কেউ হুইস্কিতে চুমুক দিতে পছন্দ করেন, তো কারও পছন্দ বিয়ার, রাম। কারও কারও আবার বিশেষ ব্র্যান্ডের মদ ছাড়া মুখে রোচে না।

০২ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

শুধু পৃথিবীতে নয়, মহাকাশেও রয়েছে মদের ভান্ডার। মেঘেদের মতো ভেসে বেড়ায় সেই সুরা! যদিও মহাকাশে থাকা সেই মদের মেঘ পৃথিবীর মানুষের নাগালের বাইরে।

০৩ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে এই মদের দূরত্ব ১০ হাজার আলোকবর্ষ। অর্থাৎ আজকের প্রযুক্তিতে সেখানে পৌঁছনো কার্যত অসম্ভব। সেখানের এক নক্ষত্রমণ্ডলে নাকি মদের বিশাল ভান্ডার রয়েছে।

০৪ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

তবে দুঃখের বিষয়, মদের মেঘটি পৃথিবী থেকে ৯৩ লক্ষ হাজার কোটি কিমি দূরে। তবে বিজ্ঞানীদের দাবি, এই মেঘের কোথাও কোথাও একাধিক যৌগের ‘ককটেল’ও রয়েছে।

০৫ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

এই ককটেলের মধ্যে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড এবং অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক যৌগ রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা।

০৬ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ১৯৯৫ সালে আকুইলা নক্ষত্রমণ্ডলের কাছে আবিষ্কৃত এই মদের মেঘ আমাদের সৌরজগতের ব্যাসের হাজার গুণ বড়।

০৭ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

এই মেঘে এত পরিমাণ ইথাইল অ্যালকোহল রয়েছে, যা লক্ষ লক্ষ কোটি কোটি বিয়ারের জোগান দিতে পারে।

০৮ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

১০০ কোটি বছর ধরে পৃথিবীর প্রতিটি মানুষ প্রতি দিন তিন লক্ষ বোতল করে সেই বিয়ার পান করলে তবে সেই বিশাল ভান্ডার ফুরোবে। অর্থাৎ ১০০ কোটি বছরেও শেষ হবে না এই ভান্ডার।

০৯ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

মজার বিষয় হল ওই নক্ষত্রমণ্ডলে আরও একটি মেঘমণ্ডল রয়েছে। এই দ্বিতীয় ‘খনি’তেও রয়েছে কোটি কোটি লিটার মহাজাগতিক মদ।

১০ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

যদিও সেই মদ পানের অযোগ্য। কারণ সেই মেঘের বেশির ভাগ অংশই বিষাক্ত মিথানল দিয়ে তৈরি হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

১১ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

মিথানলের এই মেঘ নাকি ৪৬ হাজার কোটি কিমি চওড়া। বিজ্ঞানীরা এই মেঘমণ্ডলের নাম দিয়েছেন স্যাজিটেরিয়াস বি২।

১২ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরির অন্যতম শীর্ষ কর্তা ব্যারি টার্নারের মতে, এই মেঘ আরও ভাল ভাবে বুঝতে সাহায্য করতে পারে যে কী ভাবে প্রাণের উদ্ভব হয়েছিল।

১৩ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

মহাকাশে থাকা মদের স্বাদ-গন্ধ কেমন হতে পারে, তারও সম্ভাব্য উত্তর রয়েছে বিজ্ঞানীদের কাছে।

১৪ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

মদের মেঘে ইথাইল ফর্মেট রয়েছে। যা একটি এস্টার। এই এস্টারের গন্ধ র‌্যাস্পবেরি ফলের মতো।

১৫ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

আবার অনেকের মতে এর গন্ধ রাম-এর মতো। তাই মনে করা হয়, ওই নক্ষত্রমণ্ডলের ওই মদের স্বাদ র‌্যাস্পবেরি স্বাদযুক্ত রামের মতো হতে পারে।

১৬ ১৬
Cosmic alcohol that may taste and smell like Raspberry and Rum

বিজ্ঞানীদের মতে, স্যাজিটেরিয়াস বি২ মেঘমণ্ডলের তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে -২৩২.২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে পারে। তাপমাত্রা এবং চাপ কম হওয়ার কারণে এই মেঘে রসায়নিক বিক্রিয়া অত্যন্ত ধীর গতিতে হয়।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy