From Pakistani Artists Ban to Deepika Padukone’s Exit, Know Controversial Moments That Marked Bollywood in 2025 dgtl
Bollywood Controversies 2025
প্রেম-বিচ্ছেদ-পরকীয়া থেকে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে জনপ্রিয় অভিনেতার কান্না! ২০২৫ সালে বলিপাড়ায় ছিল বিতর্কের ঘনঘটা
চলতি বছরে কম বিতর্ক হয়নি বলিপাড়ায়। অভিনেত্রীর আট ঘণ্টা কাজ করার দাবি নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছে। বলিপাড়ার জনপ্রিয় অভিনেতা হঠাৎ কান্নায় ভেঙে পড়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছেন। তা ছাড়া প্রেম-বিচ্ছেদ-পরকীয়া তো রয়েইছে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২১
বলিউড এবং বিতর্ক— এই শব্দ দু’টি যেন সমান্তরাল ভাবে বয়ে চলে। পরস্পরের হাতে হাত রেখে এগিয়ে যায় তারা। তাদের গতিময়তার ছবি বর্তমান থেকে ইতিহাসের পাতায় টুকরো টুকরো ঘটনা হিসাবে সঞ্চিত থাকে। চলতি বছর কম বিতর্ক হয়নি বলিপাড়ায়। অভিনেত্রীর আট ঘণ্টা কাজ করার দাবি নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছে। বলিপাড়ার জনপ্রিয় অভিনেতা হঠাৎ কান্নায় ভেঙে পড়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছেন। তা ছাড়া প্রেম-বিচ্ছেদ-পরকীয়া তো রয়েইছে।
০২২১
চলতি বছরের জানুয়ারিতে সইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে এক দুষ্কৃতী ঢুকে ছ’বার ছুরিকাঘাত করে। অভিনেতার শিরদাঁড়ার পাশে ছুরি ঢুকে যায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। হামলার তিন দিন পর পুলিশের জালে ধরা পড়েন মূল অভিযুক্ত।
০৩২১
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার পর ত্রস্ত দেশের মানুষ। তার প্রভাব পড়ে পাকিস্তানের তারকাদের উপরেও। পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই)।
০৪২১
পাক অভিনেতা ফওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’ নিয়েও বিতর্ক তৈরি হয়। ছবিতে ফওয়াদের বিপরীতে অভিনয় করেছিলেন বলি অভিনেত্রী বাণী কপূর। তিনিও রোষানলে পড়েন।
০৫২১
বাদ পড়েননি পঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও। চলতি বছরের জুনে তাঁর ছবি ‘সর্দার জী ৩’ মুক্তির সময় বিতর্ক দানা বাঁধে। দিলজিতের ছবিতে অভিনয় করেছিলেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। ভারতে সেই ছবি মুক্তি নিয়েও বিতর্ক হয়।
০৬২১
‘কল্কি ২৮৯৮এডি’ এবং ‘স্পিরিট’-এর মতো বড় মাপের দক্ষিণী প্রজেক্ট থেকে সরে দাঁড়ান বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্তান জন্মের পর তিনি আট ঘণ্টার বেশি সেটে থাকতে রাজি নন, এমনটাই জানান অভিনেত্রী। তা নিয়ে জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার সঙ্গে মতবিরোধ হয়েছিল নায়িকার।
০৭২১
পরে এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘‘বলিউডে এমন বহু অভিনেতা রয়েছেন যাঁরা আট ঘণ্টার বেশি কাজ করেন না। কেউ কেউ আবার শুধুমাত্র সোম থেকে শুক্রবার কাজ করেন। সপ্তাহান্তে ছুটি কাটান। শুধুমাত্র এক মহিলা এই দাবি করেছেন বলেই কি বিষয়টিকে নিয়ে এত আলোচনা হচ্ছে?’’
০৮২১
বলিউডের কমেডি ঘরানার ছবির মধ্যে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজ়ি অন্যতম। অক্ষয় কুমার-পরেশ রাওয়াল-সুনীল শেট্টি ছাড়া সেই ছবিগুলি যেন পূর্ণতা পায় না। চলতি বছরে ‘হেরা ফেরি ৩’ ছবি নিয়ে আলোচনা শুরু হতেই অভিনেতাদের সম্পর্কে চিড় ধরে।
০৯২১
বলিপাড়া সূত্রে খবর, ‘হেরা ফেরি ৩’ ছবি থেকে নিজেকে সরিয়ে ফেলেছিলেন পরেশ। অক্ষয় এবং ছবিনির্মাতাদের সঙ্গে মতবিরোধ হয়েছিল তাঁর। শত মনোমালিন্যের পর দুই তরফে বোঝাপড়া হয়। আবার ছবিতে অভিনয় করতে রাজি হন পরেশ।
১০২১
চলতি বছরে ওটিটির পর্দায় পা রাখেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তবে অভিনেতা হিসাবে নন, পরিচালক হিসাবে। ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নামের একটি ওয়েব সিরিজ় মুক্তি পায় আরিয়ানের পরিচালনায়। কিন্তু সমস্যা শুরু হয় একটি চরিত্র নিয়ে।
১১২১
‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ চিত্রনাট্যের প্রয়োজনে ক্ষণিকের জন্য একটি চরিত্র ভেসে আসে। সেই চরিত্রের সঙ্গে নাকি মিল রয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের। চরিত্রটি তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করেন সমীর। মানহানির মামলাও করেন। শাহরুখের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন সমীর।
১২২১
২০২১ সালে মুম্বইয়ের এক ক্রুজ় পার্টি থেকে মাদকযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। বেশ কিছু দিন সংশোধনাগারেও থাকতে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত আরিয়ানকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সমীরের দাবি ছিল, ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ এই চরিত্রের মাধ্যমে তাঁকে নিয়ে ইচ্ছা করে ব্যঙ্গ করা হয়েছে।
১৩২১
তবে সিরিজ়ে সরাসরি সমীর ওয়াংখেড়ের নাম উল্লেখ করা হয়নি। অভিযোগ প্রমাণ করার জন্য তাই যথেষ্ট তথ্য মেলেনি। ফলে ওয়াংখেড়ের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাই কোর্ট।
১৪২১
চলতি বছরের জুনে মারা যান বলি অভিনেত্রী করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কপূর। মৌমাছি গিলে ফেলার ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁর। সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর সম্পত্তি নিয়ে তিন নারীর মধ্যে অশান্তি শুরু হয়।
১৫২১
সঞ্জয়ের মা রানি কপূর, শিল্পপতির প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূর ও বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের মধ্যে চলছে সম্পত্তি নিয়ে টানাপড়েন। সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে করিশ্মার দুই সন্তান সমাইরা ও কিয়ানকে দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকা, এমনই দাবি করেছেন প্রিয়ার আইনজীবী। যদিও করিশ্মার সন্তানদের দাবি, তারা বাবার সম্পত্তির ছিটেফোঁটাও পায়নি। সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে আইনি লড়াই চলছে এখনও।
১৬২১
জয়া বচ্চন এবং পাপারাৎজ়িদের সঙ্গে যে আদায়-কাঁচকলায় সম্পর্ক— তা আরও বেশি করে প্রকাশ্যে এসেছে চলতি বছর। কখনও ক্যামেরাশিকারিদের দেখে বিরক্তি প্রকাশ করেছেন জয়া, কখনও আবার তাঁকে কড়া ভাষায় বকাবকি করতেও দেখা গিয়েছে।
১৭২১
চোখমুখ ফুলে গিয়েছে। গলা বুজে যাচ্ছে। ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়া একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে ফেলেছিলেন প্রয়াত বলি অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। মুহূর্তের মধ্যে নিজের অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন তিনি।
১৮২১
বাবিলের সহকারী দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে, ‘প্যানিক অ্যাটাক’ থেকে বাবিল এমন আচরণ করেছেন। টানা পাঁচ মাস সমাজমাধ্যম থেকে দূরে থাকার পর আবার ফিরে আসেন বাবিল।
১৯২১
চলতি বছরে আদিত্য ধরের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। তবে, এই ছবি নিয়ে কম বিতর্কও হয়নি। পাকিস্তানের পাশাপাশি পশ্চিম এশিয়ার ছ’টি দেশে পুরোপুরি নিষিদ্ধ হয়েছে এই ছবি। বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং আরব আমিরশাহিতে এখনও মুক্তি পায়নি ‘ধুরন্ধর’। এত বিতর্কের মাঝেও মুক্তির ১৬ দিনের মাথায় ৫০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে ছবিটি।
২০২১
২০২৫ শেষ হল বিচ্ছেদে। ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার সঙ্গে ছ’বছরের সম্পর্ক ছিল বলিপাড়ার সুরকার পলাশ মুচ্ছলের। চলতি বছরে বাগ্দান পর্বও সেরে ফেলেছিলেন তাঁরা। বিয়ের দিনক্ষণও ঘোষণা করে ফেলেছিলেন। কিন্তু বিয়ের অনুষ্ঠান পর্বেই বাধে গোল।
২১২১
শোনা যায়, স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য নারীদের সঙ্গে অন্তরঙ্গ বার্তালাপ চালিয়ে গিয়েছিলেন পলাশ। সেই সমস্ত কথোপকথনের স্ক্রিনশট সমাজমাধ্যমের পাতায় ফাঁস হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে মাঝপথে দাঁড়ি পড়ে যায়। বহু সমালোচনার মাঝেও বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি পলাশ এবং স্মৃতিকে। কিছু দিন পর নিজেরাই সমাজমাধ্যমে তাঁদের বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানান।