বিদেশের মাটিতে জোড়া বিমানঘাঁটি। সোখান থেকে দিব্যি চিন, আফগানিস্তান ও পাকিস্তানের উপর কড়া নজরদারি চালানো যায়। মধ্য এশিয়ার এ-হেন কৌশলগত অবস্থান ছেড়ে চলে এসেছে ভারত? সেই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে পড়ে গিয়েছে তুমুল হইচই! বিষয়টিতে সরকারি ভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী প্রশাসন কোনও বিবৃতি না দেওয়ায় ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা।
আফগানিস্তান এবং চিন সীমান্ত লাগোয়া তাজিকিস্তান। ১৯৯১ সাল পর্যন্ত যা ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) অন্তর্গত। এর পর কমিউনিস্ট জোট ভেঙে গেলে মধ্য এশিয়ায় পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ওই মুসলিমপ্রধান এলাকা। তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে দেরি করেনি ভারত। ফলস্বরূপ পরবর্তী সময়ে সেখানে জোড়া বিমানঘাঁটি তৈরির অনুমতি পায় নয়াদিল্লি।