Advertisement
১৬ মার্চ ২০২৫
Chabahar Port

চাবাহার নিয়েও জটিলতা, ছাড় নেই শিয়া মুলুকের বন্দর ব্যবহারে! ট্রাম্পের নিষেধাজ্ঞার চাপে ভারত

ইরানের চাবাহার বন্দর ব্যবহারের ক্ষেত্রে এ বার আমেরিকার নিষেধাজ্ঞার কোপে পড়েছে ভারত। এতে আর্থিক ভাবে লোকসানের আশঙ্কা থাকায় নয়াদিল্লির কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০২
Share: Save:
০১ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

পারস্য উপসাগরের তীরের ‘অবাধ্য’ শিয়া মুলুকটিকে সাজা দিতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞার জালে সংশ্লিষ্ট দেশটিকে জড়িয়ে ফেলতে চাইছেন তিনি। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি। ট্রাম্পের ওই পদক্ষেপে বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে ভারতের।

০২ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

পশ্চিম এশিয়ার শিয়া মুলুক ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ‘আদায় কাঁচকলা’য়। যুক্তরাষ্ট্রের লাল চোখ উপেক্ষা করে লাগাতার সামরিক শক্তি বৃদ্ধি করেছে তেহরান। এ হেন ‘দুঃসাহসের’ সাজাও তারা পেয়েছে। ইরানের উপর বিপুল আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা।

০৩ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

পারস্য উপসাগরের এই শিয়া মুলুকের দক্ষিণাংশে চাবাহার বন্দরটি নির্মাণ করেছে নয়াদিল্লি। এতে ইরানের উপর নিষেধাজ্ঞা থাকলেও সেখানে কর্মকাণ্ডের জন্য ভারতকে ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসন তা প্রত্যাহার করেছে বলে খবর প্রকাশ্যে এসেছে।

০৪ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

এই ইস্যুতে ইতিমধ্যেই মুখ খুলেছে ওয়াশিংটন। প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের উপর আর্থিক চাপ বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। পরমাণু হাতিয়ার তৈরির রাস্তায় দ্রুত এগিয়ে চলেছে পশ্চিম এশিয়ার ওই শিয়া মুলুক, যা একেবারেই বরদাস্ত করতে রাজি নয় যুক্তরাষ্ট্র।

০৫ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

কৌশলগত দিক থেকে চাবাহার বন্দরের গুরুত্ব ভারতের কাছে অপরিসীম। এর সাহায্যেই মধ্য এশিয়ায় বাণিজ্য করে থাকে ভারত। চাবাহারের রাস্তায় আফগানিস্তান থেকে শুরু করে উজ়বেকিস্তান, এমনকি রাশিয়া পর্যন্ত পণ্য পরিবহণ চালাচ্ছে নয়াদিল্লি।

০৬ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

মধ্য এশিয়ায় ভারতীয় পণ্য পৌঁছনোর পথে সবচেয়ে বড় বাধা হল পাকিস্তান। এশিয়া মাইনর ও ভারতের মাঝে অবস্থান হওয়ায় এই সুবিধা এত দিন ভোগ করে আসছিল ইসলামাবাদ। ফলে পণ্য পরিবহণের জন্য কতকটা বাধ্য হয়েই ইরানকে বেছে নেয় নয়াদিল্লি।

০৭ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

চাবাহার বন্দর নির্মাণের জেরে পাকিস্তানকে এড়িয়ে মধ্য এশিয়ায় সদ্য বাণিজ্য শুরু করেছিল ভারত। এ ক্ষেত্রে শিয়াভূমি ব্যবহার করলেও আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছিল না নয়াদিল্লিকে। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই নীতি বদল করায় চিন্তা বাড়ল নরেন্দ্র মোদী সরকারের।

০৮ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

ইতিমধ্যেই চাবাহার বন্দরে বিপুল টাকা বিনিয়োগ করেছে ভারত। গত বছর সংশ্লিষ্ট বন্দরটি নিয়ে তেহরানের সঙ্গে ১০ বছরের একটি চুক্তি করে নয়াদিল্লি। সেখানে বন্দরটির উন্নতিতে বহু কোটি টাকা লগ্নির কথা বলা আছে।

০৯ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

এ ছাড়া চাবাহার এলাকার পরিকাঠামোগত উন্নতির জন্য ২৫ কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে ভারতের। ২০১৮ সাল থেকে শিয়া মুলুকটির সমুদ্রবন্দরটিকে নিয়ন্ত্রণ করছে ‘ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড’ বা আইপিজিএল নামক সংস্থা।

১০ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

চাবাহার বন্দর ব্যবহারের ব্যাপারে একটি ত্রিপাক্ষিক চুক্তি করেছে নয়াদিল্লি। সেখানে ভারত ও ইরান ছাড়াও রয়েছে আফগানিস্তান। আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি, ট্রাম্প প্রশাসনের নীতি বদলের জেরে থমকাতে পারে চাবাহারের পরিকাঠামোগত উন্নয়নের কাজ।

১১ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

আমেরিকার তরফে জারি করা নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ইরানকে দেওয়া যে কোনও আর্থিক ত্রাণ অবিলম্বে বন্ধ করতে হবে। এই নিষেধাজ্ঞার মধ্যে চাবাহার বন্দর প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিও অন্তর্ভুক্ত। বলা বাহুল্য, ওয়াশিংটনের নতুন এই বিজ্ঞপ্তিতে সেখানে কাজ চালিয়ে যাওয়া ভারতের পক্ষে যথেষ্ট কঠিন হবে।

১২ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) অর্থনৈতিক সমীক্ষায় চাবাহারের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, বন্দরটির শহিদ বেহেস্তি টার্মিনালের মাধ্যমে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোর ইউরেশিয়ার সঙ্গে মুম্বইকে যুক্ত করেছে। এই রাস্তায় পরিবহণ খরচ এবং সময় দুটোই কমবে।

১৩ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

২০২৩-’২৪ আর্থিক বছরে চাবাহারে পণ্যবাহী জাহাজের সংখ্যা ৪৩ শতাংশ বৃদ্ধি পায়। মালবাহী কন্টেনারের সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ। ভারতের কাছে বন্দরটির গুরুত্ব কতটা বেশি, এই তথ্যেই রয়েছে তার প্রমাণ।

১৪ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

আর্থিক বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ভারতের দীর্ঘমেয়াদি লগ্নিকে বিপন্ন করবে। বাধা পাবে বন্দরটির পরিকাঠামোগত উন্নয়নের কাজ। ২০১৮ সাল থেকে চাবাহার দিয়ে ৯০ হাজার টিইইউ কন্টেনার এবং ৮৪ লক্ষ মেট্রিক টন কার্গো পরিবহণ করেছে নয়াদিল্লি।

১৫ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

আমেরিকা নিষেধাজ্ঞা চাপানোর জেরে সাম্প্রতিক বছরগুলিতে ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যের সূচক নিম্নমুখী হয়েছে। ২০১৮-’১৯ আর্থিক বছরে তেহরানের থেকে ১,৩০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল নয়াদিল্লি। এর মধ্যে ছিল ১,২৩৭ কোটি টাকা মূল্যের অপরিশোধিত তেল।

১৬ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

কিন্তু, পরবর্তী বছরগুলিতে ইরানের বদলে রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল আমদানি শুরু করে ভারত। ২০১৯-’২০ অর্থবর্ষে তেহরানের থেকে নয়াদিল্লির পণ্য কেনার পরিমাণ কমে দাঁড়ায় ১০০ কোটি ডলার। এই অঙ্ক আরও কমার সম্ভাবনা রয়েছে।

১৭ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ট্রাম্প। কুর্সিতে বসেই তিনি বলেন, ‘‘ইরান কোনও ভাবেই পরমাণু হাতিয়ার রাখতে পারে না।’’ তবে পারস্য উপসাগরের কোলের দেশটি যে আণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে, তা এক রকম স্বীকার করে নিয়েছেন তিনি।

১৮ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অভিযোগ হল সন্ত্রাসবাদে মদত দেওয়ার। পশ্চিম এশিয়ায় হামাস, হিজ়বুল্লা এবং হুথির মতো সন্ত্রাস গোষ্ঠীগুলির বাড়বাড়ন্তের নেপথ্যে ইরানের মদত রয়েছে বলে মনে করে ওয়াশিংটন। আর তাই শিয়া মুলুকটিকে আর্থিক ভাবে পঙ্গু করতে তৎপর হয়েছেন ট্রাম্প।

১৯ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

এই পরিস্থিতিতে ১২ ফেব্রুয়ারি আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর। সেখানে চাবাহারের সমস্যা মেটাতে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে বরফ গলার আশা করছেন নয়াদিল্লির কূটনীতিকেরা।

২০ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত অংশীদারি যথেষ্ট মজবুত। দ্বিতীয়ত, ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রী মোদীকে পছন্দ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চাবাহারের নিষেধাজ্ঞা সমস্যা মেটাতে এই ইতিবাচক বিষয়গুলির উপরেই ভরসা করছে সাউথ ব্লক।

২১ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

নয়াদিল্লির কাছে ইরানের গুরুত্ব বোঝাতে গত বছর এ ব্যাপারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘‘চাবাহারের উন্নয়ন বৃহত্তর বিনিয়োগের পথ পরিষ্কার করবে।’’

২২ ২২
Donald Trump US President new sanction order on Iran Chabahar Port may impact on Indian investment

বিশেষজ্ঞদের দাবি, ইরানের সঙ্গে আরও একটি কারণে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করছে নয়াদিল্লি। মধ্য এশিয়া এবং আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শিয়া মুলুকটিকে কাছে পাওয়া খুবই প্রয়োজন। ওই এলাকার জটিল ভূ-রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তেহরান।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy