একে রাজকন্যা, তায় ডাকসাইটে সুন্দরী। সেলুলয়েডের দুনিয়ায় পা রাখলে নায়িকাদের বলে বলে গোল দেবেন এই কন্যে। জনপ্রিয়তার নিরিখে চলচ্চিত্র তারকাদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারেন দুবাইয়ের রাজকন্যা। তিনি শেখ মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মাকতুম। শেখ মাহরা নামেই যিনি বেশি পরিচিত। দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা ও দুবাইয়ের রাজকুমারী মাহরা।
রাজকুমারী বলে কথা! চোখধাঁধানো রূপের সঙ্গে আভিজাত্যের মিশেল। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। যেখানেই গিয়েছেন প্রচারের আলো তাঁর দিকেই ঘুরে গিয়েছে। তাঁর রূপের খ্যাতি যেমন দুনিয়াজোড়া, তেমনই তাঁকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। বিয়ে, বিচ্ছেদ, সঙ্গী এ সব নিয়ে মাঝেমাঝেই তিনি সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমের চর্চার বিষয় হয়ে দাঁড়ান।