Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Ranveer Singh

লেক কোমো, এখানেই নাকি বিয়ে হচ্ছে দীপিকা-রণবীরের

এই প্রাসাদে শুটিং হয়েছে ক্যাসিনো রয়্যাল ও স্টার ওয়ার্সের মতো ছবির।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ১৬:২০
Share: Save:
০১ ১৬
গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। এ নিয়েই হই হই রব চারিদিকে। বিয়ের দিনক্ষণও চূড়ান্ত। বিরাট কোহালি আর অনুষ্কা শর্মার মতো ডেস্টিনেশন ওয়েডিংকেই বেছে নিয়েছেন বলিউডের এই হবু কাপল। ইতালির এই পাহাড়-জলাশয়ে ঘেরা ভিলাই নাকি তাঁদের বিয়ের ভেন্যু।

গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। এ নিয়েই হই হই রব চারিদিকে। বিয়ের দিনক্ষণও চূড়ান্ত। বিরাট কোহালি আর অনুষ্কা শর্মার মতো ডেস্টিনেশন ওয়েডিংকেই বেছে নিয়েছেন বলিউডের এই হবু কাপল। ইতালির এই পাহাড়-জলাশয়ে ঘেরা ভিলাই নাকি তাঁদের বিয়ের ভেন্যু।

০২ ১৬
নভেম্বরের ১৪ আর ১৫ তারিখে বিয়ে করবেন দীপিকা আর রণবীর। বলিউডে গুঞ্জন, ইতালির লেক কোমোতে বসছে বলিউডের সেই বহু প্রতিক্ষিত বিবাহ আসর।

নভেম্বরের ১৪ আর ১৫ তারিখে বিয়ে করবেন দীপিকা আর রণবীর। বলিউডে গুঞ্জন, ইতালির লেক কোমোতে বসছে বলিউডের সেই বহু প্রতিক্ষিত বিবাহ আসর।

০৩ ১৬
লেক কোমোর সেই প্রাসাদের নাম ‘ভিল্লা দেল বালবিয়ানেল্লো।’

লেক কোমোর সেই প্রাসাদের নাম ‘ভিল্লা দেল বালবিয়ানেল্লো।’

০৪ ১৬
আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত ইতালির উত্তরাঞ্চলীয় শহর লেক কোমো। দেশটির সুবিশাল তিনটি জলাশয়ের মধ্যে ‘কোমো’ অন্যতম।

আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত ইতালির উত্তরাঞ্চলীয় শহর লেক কোমো। দেশটির সুবিশাল তিনটি জলাশয়ের মধ্যে ‘কোমো’ অন্যতম।

০৭ ১৬
লেক কোমোতে রয়েছে অনেকগুলি নিজস্ব বাড়ি। এর মধ্যে বেশ কিছু প্রাসাদ ও ভিলা। মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা ও ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জনের মতো অনেক বিখ্যাত ব্যক্তির অবকাশকালীন বাড়ি আছে এই জলাশয়ের পাশেই।

লেক কোমোতে রয়েছে অনেকগুলি নিজস্ব বাড়ি। এর মধ্যে বেশ কিছু প্রাসাদ ও ভিলা। মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা ও ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জনের মতো অনেক বিখ্যাত ব্যক্তির অবকাশকালীন বাড়ি আছে এই জলাশয়ের পাশেই।

০৮ ১৬
সুইজারল্যান্ডের সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শহরটির চারদিকে পাহাড়। ইতালির লোম্বার্ডি শহরের সবুজ-সৌন্দর্যময় পরিপাটি এই জায়গা দেখতে একেবারে ছবির মতো।

সুইজারল্যান্ডের সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শহরটির চারদিকে পাহাড়। ইতালির লোম্বার্ডি শহরের সবুজ-সৌন্দর্যময় পরিপাটি এই জায়গা দেখতে একেবারে ছবির মতো।

০৯ ১৬
ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলান থেকে লেক কোমোর দূরত্ব ৪০ কিলোমিটার। দেশটির রাজধানী রোমের সঙ্গে ইতালির উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর যোগাযোগের অন্যতম সংযোগস্থল কোমো।

ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলান থেকে লেক কোমোর দূরত্ব ৪০ কিলোমিটার। দেশটির রাজধানী রোমের সঙ্গে ইতালির উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর যোগাযোগের অন্যতম সংযোগস্থল কোমো।

১০ ১৬
আভিজাত্যের সুবাদেও এ শহর বিখ্যাত। রোমান সাম্রাজ্যের সময় থেকেই স্থানীয় অভিজাত শ্রেণির নাগরিকরা এই লেকের পাশে বাড়ি বানিয়েছিলেন। এই প্রাসাদও সেই সময়কারই।

আভিজাত্যের সুবাদেও এ শহর বিখ্যাত। রোমান সাম্রাজ্যের সময় থেকেই স্থানীয় অভিজাত শ্রেণির নাগরিকরা এই লেকের পাশে বাড়ি বানিয়েছিলেন। এই প্রাসাদও সেই সময়কারই।

১১ ১৬
স্টার ওয়ার্স ও ক্যাসিনো রয়্যালের মতো ছবিগুলির শুটিং হয়েছে এখানে। লোক কোমোর মাঝেই রূপকথার গল্পের মতো প্রাসাদটি।

স্টার ওয়ার্স ও ক্যাসিনো রয়্যালের মতো ছবিগুলির শুটিং হয়েছে এখানে। লোক কোমোর মাঝেই রূপকথার গল্পের মতো প্রাসাদটি।

১২ ১৬
অভাবনীয় স্থাপত্যশৈলী, লেকের সামনের নৈসর্গিক দৃশ্য। নৌকায় ভেসেই মূলত আসতে হয় এই প্রাসাদে। মনে করা হচ্ছে দীপিকা-রণবীরের বিয়ের অভ্যাগতরাও নৌকাতেই এসে পৌঁছবেন।

অভাবনীয় স্থাপত্যশৈলী, লেকের সামনের নৈসর্গিক দৃশ্য। নৌকায় ভেসেই মূলত আসতে হয় এই প্রাসাদে। মনে করা হচ্ছে দীপিকা-রণবীরের বিয়ের অভ্যাগতরাও নৌকাতেই এসে পৌঁছবেন।

১৩ ১৬
যদিও লেন্নো গ্রামের মাঝখান দিয়ে এখানে আসার একটা অসাধারণ রাস্তা রয়েছে। পাহাড়ি রাস্তাটিতে রয়েছে প্রচুর চড়াই-উৎরাই।

যদিও লেন্নো গ্রামের মাঝখান দিয়ে এখানে আসার একটা অসাধারণ রাস্তা রয়েছে। পাহাড়ি রাস্তাটিতে রয়েছে প্রচুর চড়াই-উৎরাই।

১৪ ১৬
নৌকায় ভেসে পৌঁছলেন প্রাসাদের সামনে। সেই সামনের চত্বরটি একেবারে রূপকথার মতোই। কাঠের কাজ করা প্রাচীন একটি ভিলা। সারি সারি গাছ। এটি ইতালির বিখ্যাত পর্যটন কেন্দ্র।

নৌকায় ভেসে পৌঁছলেন প্রাসাদের সামনে। সেই সামনের চত্বরটি একেবারে রূপকথার মতোই। কাঠের কাজ করা প্রাচীন একটি ভিলা। সারি সারি গাছ। এটি ইতালির বিখ্যাত পর্যটন কেন্দ্র।

১৫ ১৬
প্রাসাদের সামনে ও ভিতরের খোলা টেরেসগুলো একেবারেই আদর্শ গ্র্যান্ড রিসেপশনের জন্যই। এই প্রাসাদে সংগ্রহশালা ও বিশাল একটা পাঠাগারও রয়েছে।

প্রাসাদের সামনে ও ভিতরের খোলা টেরেসগুলো একেবারেই আদর্শ গ্র্যান্ড রিসেপশনের জন্যই। এই প্রাসাদে সংগ্রহশালা ও বিশাল একটা পাঠাগারও রয়েছে।

১৬ ১৬
প্রাসাদের অবস্থান ও প্রাসাদের নকশা-সব মিলেই লেক কোমো ও ভিলা দে বালবিয়ানেল্লোকে এই যুগল বেছে নিয়েছেন বিয়ের ভেন্যু হিসাবে।

প্রাসাদের অবস্থান ও প্রাসাদের নকশা-সব মিলেই লেক কোমো ও ভিলা দে বালবিয়ানেল্লোকে এই যুগল বেছে নিয়েছেন বিয়ের ভেন্যু হিসাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE