Advertisement
১১ মে ২০২৪
Mithun Chakraborty

মিঠুনের হাত ধরেই বি গ্রেডের ছবি থেকে তারকাস্তরে উত্তরণ এই জুটির

মিঠুনের কাছে গিয়ে সব কথা খুলে বললেন নাদিম-শ্রাবণ। তাঁদের আশ্বস্ত করেছিলেন মিঠুন। বলেছিলেন, সুযোগ পেলেই তিনি ওঁদের ডেকে নেবেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মে ২০২০ ০৮:০২
Share: Save:
০১ ১০
বলিউডে ইন্ডাস্ট্রির কঠিন জমিতে পা রাখার জন্য প্রয়োজন হয় সাহায্যের প্রসারিত হাত। এক সময় মিঠুন চক্রবর্তী সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন নাদিম-শ্রাবণের দিকে। মিঠুনের দৌলতেই পরিচিতি পান এই জুটি।

বলিউডে ইন্ডাস্ট্রির কঠিন জমিতে পা রাখার জন্য প্রয়োজন হয় সাহায্যের প্রসারিত হাত। এক সময় মিঠুন চক্রবর্তী সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন নাদিম-শ্রাবণের দিকে। মিঠুনের দৌলতেই পরিচিতি পান এই জুটি।

০২ ১০
১৯৮৯ সালে মুক্তি পায় আজিজ সেজওয়ালের ছবি ‘ইলাকা’। তারকাখচিত এই ছবিতে মিঠুন ছাড়াও ছিলেন ধর্মেন্দ্র, রাখী, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, অমৃতা সিংহ, অমরীশ পুরী এবং ওম পুরী।

১৯৮৯ সালে মুক্তি পায় আজিজ সেজওয়ালের ছবি ‘ইলাকা’। তারকাখচিত এই ছবিতে মিঠুন ছাড়াও ছিলেন ধর্মেন্দ্র, রাখী, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, অমৃতা সিংহ, অমরীশ পুরী এবং ওম পুরী।

০৩ ১০
ছবিতে সঙ্গীতের দায়িত্বে ছিলেন নাদিম-শ্রাবণ। তাঁরা এর আগেও হিন্দি ছবিতে সুর দিয়েছেন। কিন্তু সে সবই ছিল বি গ্রেডের ছবি।

ছবিতে সঙ্গীতের দায়িত্বে ছিলেন নাদিম-শ্রাবণ। তাঁরা এর আগেও হিন্দি ছবিতে সুর দিয়েছেন। কিন্তু সে সবই ছিল বি গ্রেডের ছবি।

০৪ ১০
ইন্ডাস্ট্রিতে সে সময় একটু জায়গা পাওয়ার জন্য মরিয়া লড়াই চালাচ্ছেন নাদিম-শ্রাবণ। তাঁরা জানতে পারেন, মিঠুন চক্রবর্তী সবাইকে সাহায্য করেন। তাঁর কাছে গেলে ব্রেক মিললেও মিলতে পারে।

ইন্ডাস্ট্রিতে সে সময় একটু জায়গা পাওয়ার জন্য মরিয়া লড়াই চালাচ্ছেন নাদিম-শ্রাবণ। তাঁরা জানতে পারেন, মিঠুন চক্রবর্তী সবাইকে সাহায্য করেন। তাঁর কাছে গেলে ব্রেক মিললেও মিলতে পারে।

০৫ ১০
মিঠুনের কাছে গিয়ে সব কথা খুলে বললেন নাদিম-শ্রাবণ। তাঁদের আশ্বস্ত করেছিলেন মিঠুন। বলেছিলেন, সুযোগ পেলেই তিনি ওঁদের ডেকে নেবেন।

মিঠুনের কাছে গিয়ে সব কথা খুলে বললেন নাদিম-শ্রাবণ। তাঁদের আশ্বস্ত করেছিলেন মিঠুন। বলেছিলেন, সুযোগ পেলেই তিনি ওঁদের ডেকে নেবেন।

০৬ ১০
কথা রেখেছিলেন সুপারস্টার মিঠুন। তাঁকে যখন ‘ইলাকা’ ছবির জন্য সুরকারদের নাম বলতে বলা হয়েছিল, তিনি সঙ্গে সঙ্গে নাদিম-শ্রাবণের নাম সুপারিশ করেন।

কথা রেখেছিলেন সুপারস্টার মিঠুন। তাঁকে যখন ‘ইলাকা’ ছবির জন্য সুরকারদের নাম বলতে বলা হয়েছিল, তিনি সঙ্গে সঙ্গে নাদিম-শ্রাবণের নাম সুপারিশ করেন।

০৭ ১০
মিঠুনের সুপারিশেই ‘ইলাকা’ ছবিতে সুরকার হিসেবে দায়িত্ব পান নাদিম-শ্রাবণ। মুক্তির পরে বক্স অফিসে সফল হয় ছবিটি। পরিচালকের পাশাপাশি সুরকার জুটিও পরিচিতি পান ইন্ডাস্ট্রিতে।

মিঠুনের সুপারিশেই ‘ইলাকা’ ছবিতে সুরকার হিসেবে দায়িত্ব পান নাদিম-শ্রাবণ। মুক্তির পরে বক্স অফিসে সফল হয় ছবিটি। পরিচালকের পাশাপাশি সুরকার জুটিও পরিচিতি পান ইন্ডাস্ট্রিতে।

০৮ ১০
এর আগে নাদিম-শ্রাবণ বি গ্রেডেড হরর ছবিতে সুর দিতেন। ‘ইলাকা’-ই প্রথম মাল্টিস্টারার ছবি, যেখানে সুর দেন তাঁরা। এরপর তাঁরা আরও সুযোগ পেতে থাকেন।

এর আগে নাদিম-শ্রাবণ বি গ্রেডেড হরর ছবিতে সুর দিতেন। ‘ইলাকা’-ই প্রথম মাল্টিস্টারার ছবি, যেখানে সুর দেন তাঁরা। এরপর তাঁরা আরও সুযোগ পেতে থাকেন।

০৯ ১০
১৯৯০ সালে মুক্তি পায় ‘আশিকি’। এই ছবির গান সুপারডুপার হিট হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই জুটিকে।

১৯৯০ সালে মুক্তি পায় ‘আশিকি’। এই ছবির গান সুপারডুপার হিট হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই জুটিকে।

১০ ১০
তাঁদের সাফল্যের পিছনে ছিলেন মিঠুন। তিনি প্রথম সুযোগ দিয়েছিলেন। তাকে কাজে লাগাতে ভোলেননি দুই তরুণ তুর্কি। মিঠুনের সুবাদেই তাঁদের সামনে উজ্জ্বল ভবিষ্যতের দিশা খুলে গিয়েছিল।

তাঁদের সাফল্যের পিছনে ছিলেন মিঠুন। তিনি প্রথম সুযোগ দিয়েছিলেন। তাকে কাজে লাগাতে ভোলেননি দুই তরুণ তুর্কি। মিঠুনের সুবাদেই তাঁদের সামনে উজ্জ্বল ভবিষ্যতের দিশা খুলে গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE