Advertisement
১১ মে ২০২৪
Entertainment News

রং কালো, দাঁতে ফাঁক বলে কাজ পেতেন না, তাঁর সিনেমাই ১০০ কোটির ক্লাবে

‘সিম্বা’য় তিনি রণবীর সিংহের ডান হাত। আর সেই সুবাদেই অভিনেতা সিদ্ধার্থ যাদব এখন শিরোনামে। তবে এই জায়গায় পৌঁছনোর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি অভিনেতাকে। আজ তাঁরই ছবি ১০০ কোটির ক্লাবে। সিদ্ধার্থ যাদবের অভিনয় জীবনের কয়েক ঝলক দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ১২:২৬
Share: Save:
০১ ১০
‘সিম্বা’য় তিনি রণবীর সিংহের ডান হাত। আর সেই সুবাদেই অভিনেতা সিদ্ধার্থ যাদব এখন শিরোনামে। তবে এই জায়গায় পৌঁছনোর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি অভিনেতাকে। আজ তাঁরই ছবি ১০০ কোটির ক্লাবে। সিদ্ধার্থ যাদবের অভিনয় জীবনের কয়েক ঝলক দেখে নেওয়া যাক এক নজরে।

‘সিম্বা’য় তিনি রণবীর সিংহের ডান হাত। আর সেই সুবাদেই অভিনেতা সিদ্ধার্থ যাদব এখন শিরোনামে। তবে এই জায়গায় পৌঁছনোর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি অভিনেতাকে। আজ তাঁরই ছবি ১০০ কোটির ক্লাবে। সিদ্ধার্থ যাদবের অভিনয় জীবনের কয়েক ঝলক দেখে নেওয়া যাক এক নজরে।

০২ ১০
মুম্বইতেই সিদ্ধার্থ যাদবের জন্ম আর বেড়ে ওঠা। অভিনয়ে হাতেখড়ি হওয়ার আগে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন আজকের অভিনেতা। পুলিশ হলেন না ঠিকই। কিন্তু পুলিশ অফিসার সন্তোষ তাওড়ের ভূমিকায় অভিনয় করে শিরোনামে সিদ্ধার্থ।

মুম্বইতেই সিদ্ধার্থ যাদবের জন্ম আর বেড়ে ওঠা। অভিনয়ে হাতেখড়ি হওয়ার আগে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন আজকের অভিনেতা। পুলিশ হলেন না ঠিকই। কিন্তু পুলিশ অফিসার সন্তোষ তাওড়ের ভূমিকায় অভিনয় করে শিরোনামে সিদ্ধার্থ।

০৩ ১০
১৬ বছর ধরে ইন্ডাস্ট্রিতে লাগাতার কাজ করে যাচ্ছেন সিদ্ধার্থ যাদব। বহু মরাঠি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। রোহিত শেট্টিরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ। তার মধ্যে ‘গোলমাল’, ‘গোলমাল রিটার্নস’ এই ছবি দু’টিতে সিদ্ধার্থের অভিনয় অনেকেরই মনে আছে। টেলিভিশনের বেশ কিছু সিরিয়াল এবং কিছু কমেডি শো’তেও অভিনয় করেছেন সিদ্ধার্থ।

১৬ বছর ধরে ইন্ডাস্ট্রিতে লাগাতার কাজ করে যাচ্ছেন সিদ্ধার্থ যাদব। বহু মরাঠি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। রোহিত শেট্টিরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ। তার মধ্যে ‘গোলমাল’, ‘গোলমাল রিটার্নস’ এই ছবি দু’টিতে সিদ্ধার্থের অভিনয় অনেকেরই মনে আছে। টেলিভিশনের বেশ কিছু সিরিয়াল এবং কিছু কমেডি শো’তেও অভিনয় করেছেন সিদ্ধার্থ।

০৪ ১০
সিদ্ধার্থ যাদবের স্ত্রীর নাম ত্রুপ্তি অক্কলয়ার। পেশায় ত্রুপ্তি একজন সাংবাদিক। স্বরা এবং ইরা নামের দুই মেয়ে রয়েছে তাঁদের।

সিদ্ধার্থ যাদবের স্ত্রীর নাম ত্রুপ্তি অক্কলয়ার। পেশায় ত্রুপ্তি একজন সাংবাদিক। স্বরা এবং ইরা নামের দুই মেয়ে রয়েছে তাঁদের।

০৫ ১০
একটি নাটকের মঞ্চে ত্রুপ্তির সঙ্গে প্রথম বার দেখা হয় সিদ্ধার্থের। আর প্রথম বার দেখা মাত্রই ত্রুপ্তির প্রেমে পড়ে যান অভিনেতা। তার কিছু দিনের মধ্যেই একটি রেলস্টেশনে ত্রুপ্তিকে প্রোপোজ করেন সিদ্ধার্থ। পাঁচ বছর পর সিদ্ধার্থকে হ্যাঁ করেন ত্রুপ্তি।

একটি নাটকের মঞ্চে ত্রুপ্তির সঙ্গে প্রথম বার দেখা হয় সিদ্ধার্থের। আর প্রথম বার দেখা মাত্রই ত্রুপ্তির প্রেমে পড়ে যান অভিনেতা। তার কিছু দিনের মধ্যেই একটি রেলস্টেশনে ত্রুপ্তিকে প্রোপোজ করেন সিদ্ধার্থ। পাঁচ বছর পর সিদ্ধার্থকে হ্যাঁ করেন ত্রুপ্তি।

০৬ ১০
অভিনেতার বাবা বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন অফিসার। তাঁর দাদা একজন চিকিত্সক এবং বোন সমাজকর্মী।

অভিনেতার বাবা বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন অফিসার। তাঁর দাদা একজন চিকিত্সক এবং বোন সমাজকর্মী।

০৭ ১০
অভিনয় জীবনের শুরুর দিকে তাঁকে অনেক পরিচালকের কাছ থেকেই না শুনতে হয়েছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্ধার্থ দাবি করেছেন, তাঁর গায়ের রং কালো, দাঁতের মাঝে ফাঁক— এই সব বলে অনেক পরিচালকই মুখের উপর তাঁকে না করে দিতেন।

অভিনয় জীবনের শুরুর দিকে তাঁকে অনেক পরিচালকের কাছ থেকেই না শুনতে হয়েছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্ধার্থ দাবি করেছেন, তাঁর গায়ের রং কালো, দাঁতের মাঝে ফাঁক— এই সব বলে অনেক পরিচালকই মুখের উপর তাঁকে না করে দিতেন।

০৮ ১০
সিদ্ধার্থের কথায়, “১৯৯৯ সালে হিন্দি সিরিয়ালের জন্য প্রথম বার অডিশন দিই। আমার সঙ্গে স্পটবয়ের মতো ব্যবহার করে সেখানে হাসিঠাট্টা করছিলেন পরিচালক। শুধু তা-ই নয়, আমাকে জলও দিতে বলা হয়েছিল সেখানে। প্রথমে ভেবেছিলাম, জল দেওয়াটা হয়তো অডিশনের অঙ্গ। কিন্তু সবাই হাসিঠাট্টা করায় বুঝতে পারলাম যে, আমাকে নিয়ে মজা করা হচ্ছে। সে দিন খুব কষ্ট পেয়েছিলাম।”

সিদ্ধার্থের কথায়, “১৯৯৯ সালে হিন্দি সিরিয়ালের জন্য প্রথম বার অডিশন দিই। আমার সঙ্গে স্পটবয়ের মতো ব্যবহার করে সেখানে হাসিঠাট্টা করছিলেন পরিচালক। শুধু তা-ই নয়, আমাকে জলও দিতে বলা হয়েছিল সেখানে। প্রথমে ভেবেছিলাম, জল দেওয়াটা হয়তো অডিশনের অঙ্গ। কিন্তু সবাই হাসিঠাট্টা করায় বুঝতে পারলাম যে, আমাকে নিয়ে মজা করা হচ্ছে। সে দিন খুব কষ্ট পেয়েছিলাম।”

০৯ ১০
শুধু ইন্ডাস্ট্রি নয়। অভিনেতার পাড়া পড়শিও তাঁর গায়ের রং থেকে চেহারা ইত্যাদি নিয়ে ঠাট্টা করতেন। তবে সিদ্ধার্থের কথায়, ‘আমার দাদা মনে সাহস জোগাতেন। বলতেন, তোর মধ্যে এমন অনেক গুণই আছে, যেগুলোর জন্য আমরা গর্বিত।’

শুধু ইন্ডাস্ট্রি নয়। অভিনেতার পাড়া পড়শিও তাঁর গায়ের রং থেকে চেহারা ইত্যাদি নিয়ে ঠাট্টা করতেন। তবে সিদ্ধার্থের কথায়, ‘আমার দাদা মনে সাহস জোগাতেন। বলতেন, তোর মধ্যে এমন অনেক গুণই আছে, যেগুলোর জন্য আমরা গর্বিত।’

১০ ১০
কলেজে ভর্তি হয়েই সিদ্ধার্থের মনে অভিনয়ের ইচ্ছে জাগে। আর তখনই থিয়েটারে নাম লেখান সিদ্ধার্থ। বেশ কিছু মরাঠি নাটকেও অভিনয় করেন। কলেজের দ্বিতীয় বর্ষে একটি মরাঠি কমেডি শো করার জন্য ডাক পান অভিনেতা।

কলেজে ভর্তি হয়েই সিদ্ধার্থের মনে অভিনয়ের ইচ্ছে জাগে। আর তখনই থিয়েটারে নাম লেখান সিদ্ধার্থ। বেশ কিছু মরাঠি নাটকেও অভিনয় করেন। কলেজের দ্বিতীয় বর্ষে একটি মরাঠি কমেডি শো করার জন্য ডাক পান অভিনেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE