Ex banker turned into milkman and delivered milk with Audi and Harley Davidson in Faridabad dgtl
Faridabad Banker Milkman
৫০ লাখি গাড়ি চেপে বিক্রি করেন দুধ! ব্যাঙ্কের চাকরি ছেড়ে ভাইয়ের সঙ্গে ব্যবসায় মন দিয়েছেন কোটিপতি দুধওয়ালা
চাকরি ছেড়ে গ্রামের বাড়ি চলে যান অমিত। হরিয়ানার মোহতাবাদ গ্রামে গিয়ে ধীরে ধীরে খামারের কাজকর্মে মন দেন তিনি। গ্রামের বাড়িতে গিয়ে দুই ভাই এবং বাবার সঙ্গে খামারটি আরও যত্ন করে তৈরি করেন অমিত।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৪:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
রোজ সকাল হলেই দামি বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তরুণ। কোভিড অতিমারির পর চাকরি ছেড়ে দিয়েছিলেন। ব্যাঙ্কের চাকরি ছেড়ে বাইকে চেপে দুধ বিক্রি করেন তিনি। কখনও তিনি সওয়ার হন বিলাসবহুল গাড়ির। দুধ বিক্রি করে দিব্যি জীবন কাটাচ্ছেন তরুণ।
০২১৩
পড়াশোনা শেষ করে পরীক্ষা দিয়ে ব্যাঙ্কে চাকরি পেয়েছিলেন অমিত ভাদানা। হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা তিনি। ৩৪ বছরের তরুণের চাকরি ছাড়ার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু করোনা পরিস্থিতি তরুণের কর্মজীবনে আমূল পরিবর্তন আনে।
০৩১৩
দেশে কোভিড অতিমারি ছড়িয়ে পড়লে ব্যাঙ্কের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন অমিত। অর্থাভাব তাঁর ছিল না কখনওই। নিজের উপার্জনে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে ৭৫০ সিসির হার্লে ডেভিডসন কিনেছিলেন তিনি।
০৪১৩
চাকরি ছে়ড়ে গ্রামের বাড়ি চলে যান অমিত। হরিয়ানার মোহতাবাদ গ্রামে গিয়ে ধীরে ধীরে খামারের কাজকর্মে মন দেন তিনি। অমিতের বাবা ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। গ্রামের বাড়িতে গিয়ে দুই ভাই এবং বাবার সঙ্গে খামারটি আরও যত্ন করে তৈরি করেন অমিত।
০৫১৩
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অমিতের গ্রামের খামারে ৩২টি গরু এবং ছ’টি মহিষ রয়েছে। খামারের দায়িত্ব পালন করার সময় দুধের ব্যবসা শুরুর পরিকল্পনা আসে অমিতের মাথায়। তাঁর বাবা এবং দুই ভাইয়ের সঙ্গে আলোচনা করে পরিবারের সকলে মিলে দুধের ব্যবসা করা শুরু করেন।
০৬১৩
অমিত নিজে দুধ বিক্রির দায়িত্ব কাঁধে তুলে নেন। তাঁর দুই ভাই রাজ সিংহ এবং ললিত সিংহ ব্যবসার অন্যান্য দায়দায়িত্ব সামলাতে শুরু করেন। মোহতাবাদ থেকে বেরিয়ে সৈনিক কলোনি থেকে সেক্টর ২১-এর মতো বহু এলাকায় দুধ বিক্রি করতে শুরু করেন অমিত।
০৭১৩
সাধারণত সাইকেলে চেপে দুধবিক্রেতাদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু অমিত ছিলেন একেবারেই অন্য রকম। তিনি দুধ বিক্রি করতে বেরোলেই পথচারীরা অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে থাকেন। কারণ, অমিতের বাহন ছিল হার্লে ডেভিডসন ব্র্যান্ডের বাইক।
০৮১৩
লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা হার্লে ডেভিডসন বাইকে চেপে দুধ বিক্রি করা শুরু করেন অমিত। রোজগার মন্দ হচ্ছিল না তাঁর। কিন্তু বাদ সাধে গ্রীষ্মের চাঁদিফাটা গরম। বাইকের দু’পাশে দুধ নিয়ে বাইক চালানো কষ্টকর হয়ে ওঠে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হঠাৎ এক বুদ্ধি মাথায় আসে অমিতের।
০৯১৩
দামি বাইকের পরিবর্তে তিনি ৫০ লক্ষ টাকা খরচ করে অডি ব্র্যান্ডের একটি গা়ড়ি কিনে ফেলেন। গাড়ি কেনার পর আবার নিজের মনের মতো সাজান গাড়িটিকে। গাড়িতে যেন দুধ রাখার পর্যাপ্ত জায়গা থাকে এবং রোদের প্রখরতার হাত থেকেও রক্ষা করা যায়, সেই পরিকল্পনাই ছিল অমিতের।
১০১৩
সংবাদমাধ্যম সূত্রে খবর, ৫০ লক্ষ টাকার গাড়ি চেপে এখনও দুধ বিক্রি করতে বার হন অমিত। প্রতি দিন গাড়ির জ্বালানি বাবদ ৪০০ টাকা খরচ হয় তাঁর। কিন্তু দুধের বিক্রিবা়টা উত্তরোত্তর বেড়েই চলেছে।
১১১৩
প্রতি দিন গাড়ি নিয়ে ৬০ থেকে ৭০ কিলোমিটার পথ ঘুরে বেড়ান অমিত। নির্দিষ্ট কিছু ক্রেতা ছাড়াও অন্যদের বাড়ি বাড়ি গিয়েও দুধ বিক্রি করেন তিনি।
১২১৩
ব্যাঙ্কের চাকরি ছেড়ে দেওয়ায় বিন্দুমাত্র আক্ষেপ নেই অমিতের। দুধ বিক্রি করে, পারিবারিক ব্যবসা সামলে স্বচ্ছন্দে দিন কাটাচ্ছেন তিনি।
১৩১৩
প্রতি দিন ১২০ লিটার দুধ বিক্রি করেন অমিত। অমিত, তাঁর বাবা, তাঁর দুই ভাইয়ের পাশাপাশি ভাইদের স্ত্রী-সন্তানেরাও খামারের কাজে হাত লাগিয়েছেন। এখন তাঁরাও দুধের ব্যবসা প্রসারে সাহায্য করেন অমিতকে।