সরকারি তথ্য বলছে, চলতি বছরের প্রথম ছ’মাসে মরাঠা রাজ্যে কৃষক আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছে ১,২৬৭। এঁদের সিংহভাগই ছিলেন বিদর্ভের বাসিন্দা। ২০২১ সালে মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার সংখ্যা ছিল ২ হাজার ৪৮৯ । ২০২০ সালে ২ হাজার ৫৪৭ জন চাষি আত্মঘাতী হয়েছিলেন। তবে গত চার বছরে কোঙ্কন এলাকায় কোনও কৃষক আত্মহত্যা করেননি।
বিদর্ভ এলাকার অধিকাংশ জেলার শিক্ষার হার খুবই কম। ঊর্ধ্বমুখী শিশু মৃত্যুর সংখ্যা। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে গঢ়চিরৌলি, গোন্ডানা, অরমাবতী, ভান্ডারা এবং চন্দ্রপুর। তবে এই ডিভিশনের নাগপুরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মরাঠাভূমির আর্থিক ভাবে সমৃদ্ধ শহরের তালিকায় জায়গা করে নিয়েছে নিতিন গডকড়ির কেন্দ্র।
বিশেষজ্ঞেরা অবশ্য জানিয়েছেন, কালো মাটিতে ‘হরিয়ালি’ আনাজের বদলে অন্য ধরনের ফসলের চাষ করছেন বিদর্ভের কৃষকেরা। এটিই তাঁদের দুর্ভোগের অন্যতম প্রধান কারণ। দ্বিতীয়ত, অমরাবতী এবং নাগপুরের সেচ ব্যবস্থা মোটেই ভাল নয়। এই ডিভিশনের কিছু জায়গা জঙ্গল লাগোয়া হওয়ায় বন্য পশুর জন্য ফসল নষ্ট হওয়ার ঘটনাও ফি বছর ঘটে থাকে।
সরকারি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০২৩-’২৪ অর্থবর্ষে একর প্রতি বিদর্ভের কৃষকদের ক্ষতির অঙ্ক ২৭ হাজার ৩০১ টাকায় গিয়ে দাঁড়ায়। চাষিদের পরিবারপিছু এটি ৩২ হাজার ৭১৬ টাকা। হাড়ভাঙা পরিশ্রমের পর ফসল উৎপাদন করে আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ায় এখানকার কৃষকেরা আত্মঘাতী হচ্ছেন বলে সরকারের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
মহারাষ্ট্রের বণিক সংগঠনগুলি আবার কৃষক আত্মহত্যা ঠেকাতে বিদর্ভের অর্থনীতিতে আমূল বদলের পক্ষে সওয়াল করেছেন। কৃষির পরিবর্তে সেখানে অস্ত্র কারখানা বা শুষ্ক বন্দর (ড্রাই পোর্ট) নির্মাণের পরামর্শ দিয়েছেন তাঁরা। এলাকাটি দেশের একেবারে মধ্যস্থলে হওয়ায় এই দু’টি তৈরি করা বেশ সহজ হবে বলে দাবি করেছে মরাঠা ভূমির অধিকাংশ বণিক সংস্থা।
বিদর্ভের উপর দিয়ে চারটি জাতীয় সড়ক গিয়েছে। নাগপুর থেকে মুম্বই পর্যন্ত রয়েছে চার লেনের হাইওয়ে। বিশাখাপত্তনম থেকে এলাকাটির দূরত্ব মেরেকেটে ২০০ কিলোমিটার। ফলে শুষ্ক বন্দর নির্মাণ লাভজনক হতে পারে। এ ছাড়া ‘শুকনো ছাই’ (ড্রাই অ্যাশ), পেপার মিল এবং বাঁশনির্ভর শিল্পে নজর ঘোরানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy