FIFO mine worker earns more than 2400 dollar in a week and travels the world dgtl
URL Copied
চিত্র সংবাদ
FIFO mine worker: বিমানসেবিকার কাজ ছেড়ে খনিতে, লাখ লাখ টাকা উপার্জন করে ঘুরছেন মলদ্বীপ, তাইল্যান্ড
নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৩ জুলাই ২০২২ ১৬:১৫
Advertisement
১ / ১৩
লক্ষ্য ছিল বিশ্বভ্রমণ করবেন। তাই অর্থ উপার্জন করতে অনেক রকম কাজই করেছেন মেগান মীক।
২ / ১৩
বছর সাতাশের মেগান ব্রিটেনের বাসিন্দা। পরিবারকে ছেড়ে তিনি অস্ট্রেলিয়ায় আসেন কাজ খুঁজতে।
Advertisement
Advertisement
৩ / ১৩
ভার্জিন এয়ারলাইন্সের বিমানসেবিকা হিসাবে কাজ করলেও তিনি এর আগে আরও অনেক জায়গায় কাজ করেছেন।
৪ / ১৩
কখনও অস্ট্রেলিয়ার ব্যস্ততম রেস্তরাঁয়, কখনও বা খামারে কাজ করেছেন মেগান।
Advertisement
৫ / ১৩
কিন্তু তবুও তাঁর অর্থের টান পড়ছিল। তাই বিমানসেবিকার কাজ ছেড়ে দিয়ে তিনি খনির কাজকর্মে নিযুক্ত হন।
৬ / ১৩
তবে, মেগানের কাজের ধরণ ভিন্ন। তিনি দু’সপ্তাহ খনিতে কাজ করেন এবং পরের সপ্তাহে ঘুরে বেড়ান মলদ্বীপ, তাইল্যান্ড, বালিতে। বিভিন্ন বিলাসবহুল রেস্তরাঁয় খাওয়াদাওয়া করেন। তার পর ছবি তুলে নেটমাধ্যমে দেন।
৭ / ১৩
অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্তে পিলবরা খনি এলাকায় মেগান কর্মরত। দু’সপ্তাহ ধরে টানা ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করে তিনি লক্ষ অর্থ উপার্জন করেন।
৮ / ১৩
কর দিয়েও মেগানের কাছে ২,৬৪৩ আমেরিকান ডলার অবশিষ্ট থাকে, যার ভারতীয় মুদ্রায় যার মূল্য ২ লক্ষ ৮ হাজার ৬৬৭ টাকা।
৯ / ১৩
অস্ট্রেলিয়ায় আসার পর তিনি বালি, তাইল্যান্ড, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ক্রোয়েশিয়া, আমেরিকা, মলদ্বীপ-সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন।
১০ / ১৩
মেগানের একটি ব্লগ রয়েছে, যেখানে তিনি ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ‘ই-বুক’-এর মাধ্যমে ভ্রমণপিপাসুদের সঙ্গে ভাগ করে থাকেন।
১১ / ১৩
তিনি ১২ দিন একটি হোটেলে একা ছিলেন। নেটমাধ্যমে নিজের বহু ছবিই আপলোড করেন মেগান। কিন্তু এমন অনেকেই রয়েছেন, যাঁরা সঠিক তথ্যের অভাবে কম খরচায় ভাল করে ঘুরতে পারেন না।
১২ / ১৩
তাঁদের কথা ভেবেই এই ব্লগ লেখা শুরু করেন তিনি। একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় মেগান জানান, তাঁর প্রেমিকও খনিতে কাজ করেন। মেগানের মতোই ঘুরতে ভালবাসেন ডিলান।
১৩ / ১৩
২০১৯ সালে জামাইকা ঘুরতে যাওয়ার সময় ডিলানের সঙ্গে তাঁর আলাপ হয়। তবে তাঁরা দু’জন এক খনিতে কাজ করেন না। তাই মেগান মাঝে মাঝে একাই ঘুরতে বেরিয়ে পড়েন।