মাঝারি মাপের একটি চার্টার্ড বিমানে করে জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত। বিমানটি লিয়ারজেট ৪৫ মডেল-এর ‘ভিটি-এসএসকে’ গোত্রের। ‘বম্বার্ডিয়ার এরোস্পেস’ সংস্থার তৈরি এই বিমানটি বিমানবন্দরের মাটি ছোঁয়ার আগেই আছড়ে পড়ে ভেঙে যায়।