From Chinnaswamy to Maha Kumbh stampede, Pahalgam attack to Ahmedabad plane crash, list of important incidents in India dgtl
India's Major Disasters of 2025
কুম্ভ থেকে পহেলগাঁও হয়ে অহমদাবাদের বিমান দুর্ঘটনা, অর্ধেক বছর পেরোনোর আগেই যন্ত্রণায় জর্জরিত দেশ
কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনার পর পহেলগাঁওয়ের বিভীষিকা। চলতি মাসেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হওয়ায় ১১ জনের মৃত্যু। তার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই আবার শোকের ছায়া ভারতে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৬:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
সবেমাত্র জুন মাসে পা দিয়েছে ২০২৫ সাল। বছরের ছ’মাসও কাটেনি। তার মধ্যেই একাধিক বিপর্যয়, শোকের ছায়া, যন্ত্রণায় জর্জরিত ভারত। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান (এআই ১৭১)। দুর্ঘটনাগ্রস্ত বিমানে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য এবং দু’জন পাইলট। এক যাত্রী বাদে সকলেরই মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। চলতি বছরের শুরু থেকেই ভারত দেখেছে একের পর এক বিভীষিকা।
০২২২
২৯ জানুয়ারি, ২০২৫: চলতি বছরের জানুয়ারি মাসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছিল কুম্ভমেলা। বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান কুম্ভমেলা। মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। বুধবার ত্রিবেণী সঙ্গমে ‘শাহি স্নান’ করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা।
০৩২২
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনার দিন সকাল থেকেই গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমে মহাকুম্ভে ‘শাহি স্নান’কে কেন্দ্র করে ভিড় করতে শুরু করেন পুণ্যার্থীরা। সন্ধ্যা যত গড়ায়, ভিড় ততই বাড়তে থাকে। দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী কুম্ভে সেখানে পৌঁছোন। ভিড় নিয়ন্ত্রণ করতে ত্রিবেণি সঙ্গম থেকে এক কিলোমিটার দূরে বাঁশের ব্যারিকেড তৈরি করেছিল প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে জ়োন ভাগ করে করে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছিল। কিন্তু তার পরেও এড়ানো যায়নি দুর্ঘটনা।
০৪২২
অতিরিক্ত ভিড়ের কারণে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। ভিড় এতটাই বেড়ে যায় যে, রাত পৌনে ১টা থেকে রাত ২টোর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাত ২টোর পর থেকে বহু পুণ্যার্থী ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন।
০৫২২
সেই ঘটনায় পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। গুরুতর আহতের সংখ্যা কমপক্ষে ৬০। উত্তরপ্রদেশ পুলিশকে উদ্ধৃত করে এ খবর জানায় সংবাদ সংস্থা পিটিআই।
০৬২২
১৫ ফেব্রুয়ারি, ২০২৫: নয়াদিল্লি স্টেশনে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। দমবন্ধ করা পরিস্থিতিতে মহিলা এবং শিশু-সহ মোট ১৮ জন যাত্রীর মৃত্যু হয়। এই ১৮ জনের মধ্যে কেউ কেউ কুম্ভ থেকে স্নান সেরে ফিরছিলেন, কেউ আবার কুম্ভের দিকে যাচ্ছিলেন।
০৭২২
অভিযোগ, পর পর দু’টি ট্রেন সময়ে আসেনি। তৃতীয় ট্রেন স্টেশনে ঢুকতেই শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের ধাক্কায় লোকজন পড়ে গিয়েছিলেন। তাঁদের মাড়িয়ে চলে যান বাকিরা। এই ঘটনায় দিল্লি হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী আদিত্য ত্রিবেদী।
০৮২২
জনস্বার্থ মামলায় অতিরিক্ত টিকিট বিক্রি এবং যাত্রী ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা হয়। বেঞ্চের বক্তব্য, এই বিষয় নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলার অনুমতি দিলে মূল মামলার প্রতি অন্যায় করা হবে। এ নিয়ে ব্যক্তিগত মামলা হতে পারে। তবে জনস্বার্থ মামলা নয়। পাশাপাশি, আবেদনকারীদের তাঁদের আবেদন প্রত্যাহারের অনুমতি দিয়েছিল আদালত।
০৯২২
২২ এপ্রিল, ২০২৫: ভারতের বুকে আরও এক বিভীষিকাময় দিন। মঙ্গলবার দুপুর। কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র বৈসরন উপত্যকা। সামনে বরফঢাকা পাহাড়, পাইনবনের অপূর্ব দৃশ্য। পর্যটকেরা আপনজনদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। সেই সময় পাইনবনের ভিতর থেকে ‘মৃত্যুদূত’ হয়ে হাজির হয় পাঁচ জঙ্গি।
১০২২
মঙ্গলবার সময় তখন দুপুর ১টা ৫০ মিনিট। হঠাৎ চারদিকে শোনা যেতে থাকে গুলির আওয়াজ। মুহুর্মুহু গুলি ছুটতে থাকে পর্যটকদের লক্ষ্য করে। সেই গুলি লেগে কয়েক জন লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, জঙ্গিরা পর্যটকদের কাছে আসে, তাঁদের নাম, পরিচয় জিজ্ঞাসা করে, তার পর মাথায় গুলি করে হত্যা করে। হামলা চালিয়ে জঙ্গিরা আবার পাইনবনের দিকে পালিয়ে যায়।
১১২২
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ মিনিট ধরে হত্যালীলা চালায় জঙ্গিরা। দুপুর আড়াইটে নাগাদ পুলিশের কাছে খবর যায়। সেনাকর্তারা নিশ্চিত করেন যে, বৈসরন উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের উপর গুলি চালায়। সেই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।
১২২২
স্থানীয় সূত্রে খবর, জঙ্গিদের পরনে ছিল পুলিশের পোশাক। কেউ কেউ আবার সেনার পোশাক পরেও এসেছিল। সকলের হাতে ছিল একে-৪৭। জম্মু এবং কাশ্মীর পুলিশের দায়ের করা একটি এফআইআরে বলা হয়েছে, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। বৈসরন উপত্যকার আশপাশের পাইনবন থেকে সামরিক পোশাকে থাকা বন্দুকধারীরা বেরিয়ে এসে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে।
১৩২২
কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর জবাবে ৭ মে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ন’টি সন্ত্রাসবাদী পরিকাঠামোয় হামলা চালায়। শুরু হয় ‘অপারেশন সিঁদুর’। সেনাবাহিনীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা হয় দেশ জুড়ে।
১৪২২
পাকিস্তান এবং পাক অধিকৃত কশ্মীরের বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি উড়িয়ে দেয় সেনা। তার পর থেকে দুই দেশের মধ্যে সীমান্তে গোলাবর্ষণের পরিমাণ বেড়ে যায়। আকাশপথেও হামলা চলে। চার দিন ধরে চলা এই সামরিক অস্থিরতা শেষ হয় যুদ্ধবিরতির মাধ্যমে।
১৫২২
৪ জুন, ২০২৫: দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর অবশেষে ১৮তম আইপিএল জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বিরাট কোহলিদের সঙ্গে উৎসবে শামিল হতে বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এবং তার বাইরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে ধাক্কাধাক্কিতে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে ১১ জনের মৃত্যু হয়। আহত হন ৩৩ জন।
১৬২২
স্টেডিয়ামের লোকধারণ ক্ষমতা ৩৩ হাজার। কিন্তু সেখানে দু’লক্ষের বেশি মানুষ প্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তার ফলে স্টেডিয়ামের ছোট দরজা ভেঙে যায়। তৈরি হয় পদপিষ্টের মতো পরিস্থিতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের বয়স ৩০ বছরের কম। ১১ জনের মধ্যে অনেকেই কিশোর। সর্বকনিষ্ঠ ১৪ বছরের এক স্কুলছাত্রী।
১৭২২
১২ জুন, ২০২৫: বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময় পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান (এআই ১৭১)। ধাক্কা খায় অহমদাবাদের মেঘানি নগরের বসতি এলাকায় বিজে মেডিক্যাল কলেজের হস্টেল ভবনে।
১৮২২
দুর্ঘটনাগ্রস্ত বিমানে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য এবং দু’জন পাইলট। এক যাত্রী বাদে সকলেরই মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
১৯২২
অহমদাবাদের দুর্ঘটনায় যিনি বেঁচে গিয়েছেন তাঁর নাম বিশ্বাস কুমার রমেশ। বিমানটির ইকনমি ক্লাসের ১১এ আসনে বসেছিলেন ওই যাত্রী। ঘটনার পর প্রথম যে ভিডিয়ো (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) প্রকাশ্যে আসে তাতে দেখা যায়, যাত্রা শুরুর পর লোকালয়ের উপর বেশ নীচ দিয়েই উড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিছুটা এগোনোর পরেই তা আচমকা নীচের দিকে নামতে শুরু করে।
২০২২
ওড়ার কিছু ক্ষণ পরেই বিমানটি বাঁ দিকে হেলে পড়তে থাকে। একই সঙ্গে বিমানের লেজের অংশটি নীচের দিকে নামতে থাকে। তার পর একটি ভবনে ধাক্কা খেয়ে বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, আগুনের শিখা আকাশের অনেক উঁচু পর্যন্ত উঠে যায়।
২১২২
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী অহমদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন। লন্ডনে কন্যার কাছে যাচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর সন্ধ্যায় নিশ্চিত করেন কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল। টাটা গোষ্ঠীর তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
২২২২
আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্য অনুযায়ী, অহমদাবাদের বিমান দুর্ঘটনার তদন্তে সাহায্যের প্রস্তাব দিয়েছে ব্রিটেনের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি)। তারা জানিয়েছে, ভারতের নেতৃত্বেই এই তদন্ত হবে। তবে তাতে সহযোগিতার জন্য একটি দল পাঠানো হবে।