ব্রিটেনের সঙ্গে ‘মুক্ত বাণিজ্যচুক্তি’ বা এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) সেরে ফেলেছে ভারত। সেই প্রক্রিয়া শেষ হতে না হতেই এ দেশে ব্যবসা শুরুর ঘোষণা করে ২৬টি ইংরেজ সংস্থা। সংশ্লিষ্ট সমঝোতায় কতটা লাভবান হবে নয়াদিল্লি? কোন কোন জিনিসের কমবে দাম? তালিকা নিয়ে চুলচেরা বিশ্লেষণে মেতেছেন আর্থিক বিশেষজ্ঞেরা। এ ক্ষেত্রে মুনাফার পাল্লা দু’পক্ষের তুল্যমূল্য থাকবে বলে মনে করছেন তাঁরা।
বিশ্লেষকদের দাবি, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তিতে সবচেয়ে লাভবান হতে চলেছে এ দেশের চিকিৎসাক্ষেত্র। এখানকার হাসপাতাল, গবেষণাগার বা ডাক্তারেরা কম খরচে বিলেত থেকে চিকিৎসা সরঞ্জাম কিনতে পারবেন। এ ছাড়া মহাকাশ গবেষণায় প্রয়োজনীয় বেশ কিছু যন্ত্রাংশও সেখান থেকে ন্যূনতম মূল্যে আমদানি করতে পারবে নয়াদিল্লি।