চার দিনের ‘যুদ্ধে’ পাকিস্তানের ভিতরে ধ্বংসলীলা চালিয়ে খবরের শিরোনামে একাধিক ভারতীয় হাতিয়ার। এ দেশের প্রতিরক্ষা বিজ্ঞানীদের হাতযশে মুগ্ধ আমজনতা। লড়াই থামতেই এ বার যুদ্ধবিমানের অত্যাধুনিক ইঞ্জিন তৈরির দাবিতে সরব হলেন তাঁরা। সেই লক্ষ্যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সমাজমাধ্যমে চলছে ‘হ্যাশট্যাগ কাবেরী ইঞ্জিন তহবিল’ আন্দোলন। উঠেছে এই প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দ করার দাবি। এক কথায় প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ হতে এই প্রথম প্রবল ভাবে আগ্রহ প্রকাশ করল দেশবাসী। আর তাই এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
চলতি বছরের ২৬ মে হঠাৎ করেই এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) কাবেরী ইঞ্জিন তৈরির জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করতে একের পর এক পোস্ট করতে থাকেন নেটিজেনদের একাংশ। তাঁদের কেউ কেউ ইঞ্জিনটির নমুনা বা প্রোটোটাইপের ছবি দিয়ে সরকারকে বিপুল টাকা খরচ করার পরামর্শ দিয়েছেন। অনেকে আবার এই নিয়ে তৈরি করেছেন মিম-কার্টুন-অ্যানিমেশন। সেখানে, সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেখা গিয়েছে।