মশা-ড্রোনের পর গুপ্তচর আরশোলা! শত্রুর হাঁড়ির খবর জোগাড় করতে কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) ভিত্তিক সরঞ্জাম পিঠে নিয়ে এ বার ময়দানে নামছে তেলাপোকার দল। এই খবর প্রকাশ্যে আসতেই দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। সাবেক সেনাকর্তাদের দাবি, গোটা প্রক্রিয়াটা সফল হলে বদলে যাবে গুপ্তচরবৃত্তির সংজ্ঞা। ফলে আরও ভয়াবহ আকার নেবে যুদ্ধ।