কৃত্রিম মেধা বা এআইকে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কেন্দ্র করে মার্কিন-চিন ‘টেক ওয়ার’, যার সরাসরি প্রভাব গিয়ে পড়ল দুই দেশের শেয়ার বাজারে। এ ব্যাপারে লগ্নিকারীদের মনোভাব অবশ্য চিন্তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের। কারণ, ওয়াল স্ট্রিট ছেড়ে তাঁদের একাংশকে ঢেলে বিনিয়োগ করতে দেখা যাচ্ছে বেজিঙের বাজারে। আমেরিকার টেক জায়ান্টগুলির পরিবর্তে ড্রাগনভূমির ‘ডিপসিক’-এর মতো সংস্থার উপর বাজি ধরছেন তাঁরা। কেন এই প্রবণতা? নতুন বছরে এই প্রশ্নের জবাব খুঁজতে লেগে পড়েছেন আর্থিক বিশ্লেষকেরা।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াল স্ট্রিটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টেক জায়ান্টগুলির থেকে লগ্নিকারীদের মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম প্রধান কারণ হল বুদবুদ। এআই প্রযুক্তি নিয়ে উন্মাদনা তৈরি হওয়ায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংস্থাগুলির শেয়ারের দর, যা প্রত্যাশার চেয়ে অনেকটাই বেশি। ফলে যে কোনও মুহূর্তে স্টকের ওই বুদবুদ ফাটবে বলে একরকম নিশ্চিত আর্থিক বিশ্লেষকেরা। এর আঁচ পেতেই লোকসান এড়াতে বিনিয়োগ সরাচ্ছেন লগ্নিকারীরা। সে ক্ষেত্রে তাঁদের স্বাভাবিক পছন্দ হয়ে দাঁড়িয়েছে চিন।