Hashtag 93000 trending after videos of Afghanistan fighters paraded with Pak soldier’s pants dgtl
Pakistan-Afghanistan Clash
পাক সেনার প্যান্ট উড়িয়ে উল্লাস তালিব যোদ্ধাদের! ভারতের গৌরবকে মনে করে ‘৯৩০০০’ হ্যাশট্যাগের ঝড় সমাজমাধ্যমে, কেন?
কী এই ‘৯৩০০০’ হ্যাশট্যাগ? আফগান সেনার তরফে পাকিস্তানি সেনার প্যান্ট নিয়ে কটাক্ষ এবং উপহাস করার পর কেনই বা জনপ্রিয়তা পেল সেটি?
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১২:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
গত এক সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তবে তার মধ্যেই উত্তেজনা আর হানাহানি ছড়ায়।
০২২২
সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনার জঙ্গিদমন অভিযান। আর তার জবাবে বিদ্রোহী গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-এর ফিদায়েঁ হামলা। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় (ভারতীয় সময়) শেষ হয় আফগানিস্তানের শাসক তালিবানের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষবিরতির মেয়াদ।
০৩২২
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এক অস্বাভাবিক ঘটনা ইসলামাবাদের জন্য অস্বস্তির পরিস্থিতি সৃষ্টি করেছে। কী সেই ঘটনা?
০৪২২
শুক্রবার থেকে তালিব যোদ্ধাদের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে। সেই সব ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে, দখল করা পাকিস্তানি ট্যাঙ্ক নিয়ে কুচকাওয়াজ করছেন তালিব যোদ্ধারা।
০৫২২
একই সঙ্গে পাকিস্তানি সেনাদের প্যান্ট ঝুলিয়েও প্রদর্শন করতে দেখা যায় আফগান তালিবদের। দাবি, প্যান্টগুলি সীমান্ত থেকে পালিয়ে যাওয়া পাক সেনাদের। আর সে সব ছবি-ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। দুই প্রতিবেশীর সীমান্ত সংঘর্ষ অন্য আঙ্গিকে ঝড় তুলেছে সমাজমাধ্যমে।
০৬২২
তবে ওই ছবি, ভিডিয়োগুলির সঙ্গে আরও একটি জিনিস দ্রুত ভাইরাল হয়ে যায়। আর তা হল ‘৯৩০০০’ হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটি বিভিন্ন সমাজমাধ্যম প্ল্যাটফর্মে দ্রুত ট্রেন্ড করা শুরু করে।
০৭২২
কিন্তু কী এই ‘৯৩০০০’ হ্যাশট্যাগ? আফগানিস্তান সেনার তরফে পাকিস্তানি সেনার প্যান্ট নিয়ে কটাক্ষ এবং উপহাস করার পর কেনই বা জনপ্রিয়তা পেল সেটি।
০৮২২
আসলে ‘৯৩০০০’ হ্যাশট্যাগটি ১৯৭১ সালে ভারতের কাছে পাকিস্তানি সেনার আত্মসমর্পণের স্মৃতিকে উস্কে দিতে তৈরি করা হয়েছে। ভারতের গৌরবময় সেই জয়ের অধ্যায়ের কথা মনে করেই দ্রুত ছড়িয়েছে ওই হ্যাশট্যাগ।
০৯২২
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ ভারতের সবচেয়ে বিখ্যাত সামরিক মুহূর্তগুলির মধ্যে একটি। ১৩ দিনের অভিযানের পর ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে ৯৩ হাজার পাক সেনা। প্রশস্ত হয় বাংলাদেশ তৈরির পথ।
১০২২
ঢাকায় ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিংহ অরোরার উপস্থিতিতে আত্মসমর্পণের নথিতে স্বাক্ষর করেন পাক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। স্বাক্ষরের আগে লনিয়ার্ড, ব্যাজ এবং পিস্তল খুলে ফেলেছিলেন পাক লেফটেন্যান্ট জেনারেল।
১১২২
এখন তালিব যোদ্ধাদের পাকিস্তানি সেনার প্যান্ট উড়িয়ে উল্লাস করার ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উঠে এসেছে ১৯৭১ সালে ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণের সেই প্রসঙ্গ। দুই ঘটনাকে একই সুতোয় বেঁধেছেন নেটাগরিকেরা।
১২২২
অনেক আফগান সমাজমাধ্যম ব্যবহারকারী সাম্প্রতিক ঘটনাটিকে ‘৯৩০০০ প্যান্ট সেরেমনি ২.০’ হিসাবে উল্লেখ করেছেন। অনেকে আবার ১৯৭১ সালে নিয়াজির আত্মসমর্পণের ছবি এবং তালিব যোদ্ধাদের পাকিস্তানি সেনার প্যান্ট ওড়ানোর ছবি পাশাপাশি পোস্ট করেছেন।
১৩২২
প্রাক্তন সেনাকর্তা তথা লেখক কনওয়ালজিৎ সিংহ ঢিল্লোঁও ১৯৭১ সালের আত্মসমর্পণের ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘‘৯৩০০০ সব সময়ই আমার একটি প্রিয় সংখ্যা।’’
১৪২২
স্বাভাবিক ভাবেই সমাজমাধ্যমে মুখ পুড়েছে ইসলামাবাদের। কটাক্ষের শিকার হতে হচ্ছে পাক প্রশাসনকে। উপহাস করতে ছাড়ছেন না পাকিস্তানি জনগণের একাংশও।
১৫২২
উল্লেখ্য, তালিব যোদ্ধারা পাক সেনার প্যান্ট উড়িয়ে উল্লাস করলেও পাকিস্তান দাবি করেছে, তাদের সেনা নয়, বরং আফগান সেনাই প্রথম পিছু হটেছে।
১৬২২
গত ৯ অক্টোবর থেকে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। গত এক সপ্তাহ ধরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত, বিগত কয়েক দশকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে হওয়া সবচেয়ে গুরুতর সংঘর্ষ বলে মনে করা হচ্ছে।
১৭২২
ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের মাটিতে প্রতিনিয়ত আক্রমণ শানিয়ে যাওয়ার মূল কান্ডারি ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি জঙ্গিদের আশ্রয় দিয়েছে আফগানিস্তান। আফগান সীমান্তবর্তী এলাকা থেকেই জঙ্গিরা হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের বুকে।
১৮২২
যদিও আফগানিস্তানের তরফে পাকিস্তানি বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে। বরং তালিবান সরকারের পাল্টা অভিযোগ, ইসলামাবাদই তাদের প্রধান সশস্ত্র প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেটের স্থানীয় শাখাকে আশ্রয় দিয়েছে।
১৯২২
এর পর গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানহানা চালায় পাকিস্তান বায়ুসেনা। ১০ অক্টোবর সীমান্ত লাগোয়া পাকতিকা প্রদেশের মারঘি এলাকায় একটি বাজারে বিমানহানা চালানো হয়।
২০২২
ঘটনাচক্রে, আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর শুরুর দিনেই হামলা হয়েছিল কাবুলে। পাক সেনার দাবি, কাবুল এবং পাকতিকায় টিটিপির ঘাঁটি ছিল বিমানহানার নিশানা।
২১২২
এর পর গত মঙ্গল ও বুধবার সীমান্ত সংঘর্ষের মধ্যেই দক্ষিণ আফগানিস্তানের শহর কন্দহর ও আশপাশের এলাকায় বিমান ও ড্রোন হামলা চালানো হয়। এর পরেই পুরোদস্তুর সংঘর্ষ শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে।
২২২২
উল্লেখ্য, শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। তাতে তিন জন ক্রিকেটার-সহ মোট আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। তিন ক্রিকেটারের নাম এবং ছবি প্রকাশ করেছে বোর্ড। নিহতেরা হলেন কবীর, শিবঘাতুল্লা এবং হারুন।