স্ত্রী শিল্পার সঙ্গে জুটি বেঁধে নাচের একটি রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেন অভিজিৎ। মরাঠী ‘বিগ বস্’-এর পঞ্চম সিজ়নে দ্বিতীয় হন তিনি। ‘সেলেব্রিটি মাস্টারশেফ’-এও প্রতিযোগী হিসাবে ছিলেন। হুসেন কুয়াজ়েরওয়ালার সঙ্গে ‘ইন্ডিয়ান আইডল’-এর পঞ্চম সিজ়ন সঞ্চালনা করেন তিনি। যুবসমাজকে দলের প্রতি আকৃষ্ট করার জন্য শিবসেনায় যোগদান করেন। অভিজিৎ-শিল্পার এক কন্যাসন্তান রয়েছে।
‘ইন্ডিয়ান আইডল’-এর পরে তাঁর প্রথম অ্যালবাম ‘চল্ দিয়ে’ প্রকাশিত হয়, যার সুরকার ছিলেন বিশাল-শেখর। এর পরে ‘ইয়াদেঁ’ নামে আরও একটি অ্যালবাম প্রকাশিত হয় তাঁর। গানের একটি রিয়্যালিটি শো ‘জো জিতা ওহি সুপারস্টার’-এ যোগ দেন অমিত। কিন্তু কয়েকটি পর্বের পরেই বাদ পড়েন। ‘কলযুগ’, ‘জান-এ-মন’, ‘ডেল্হি হাইট্স’ প্রভৃতি ছবিতে নেপথ্যশিল্পী ছিলেন অমিত।
২০১১ সালে মনীষা বনসল নামে এক তরুণীকে বিয়ে করেন অমিত। তবে সে বিয়ে সুখের হয়নি। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। ‘ইন্ডিয়ান আইডল’-এর একটি পর্বে সোনু নিগম তাঁকে বলেছিলেন যে তিনি ‘লম্বা রেসের ঘোড়া’। অনু মালিক বলেন, আহত মানুষকে শুশ্রূষা দিতে পারে তাঁর কণ্ঠ। স্টেজ পারফর্ম করেন অমিত, তবে পেশাগত জীবনে খুব বেশি সফল হতে পারেননি তিনি। বর্তমানে সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা বারে হাজারের কিছু বেশি।
‘ইন্ডিয়ান আইডল’-এর আট মাস পরে রাহুলের প্রথম একক অ্যালবাম ‘তেরা ইন্তেজ়ার’ প্রকাশিত হয়। এই অ্যালবামের গানগুলির সুরকার ছিলেন সাজিদ-ওয়াজিদ। ‘শাদি নম্বর ওয়ান’ ছবির একটি গানে শ্রেয়া ঘোষালের সঙ্গে ডুয়েট গান করেন তিনি। ‘জিজ্ঞাসা’, ‘হট মানি’, ‘ক্রেজ়ি ৪’, ‘রেস ২’ প্রভৃতি ছবিতে নেপথ্যকণ্ঠও ছিল তাঁর। ‘এক লড়কী আনজানি সি’ নামে একটি টেলি সিরিয়ালের শীর্ষসঙ্গীত গান তিনি।
‘ঝুম ইন্ডিয়া’ নামে একটি গানের রিয়্যালিটি শো-তে সঞ্চালকের ভূমিকায় এবং ‘আ জা মাহিবেঁ’ নামে একটি নাচের রিয়্যালিটি শো-তে সহ-সঞ্চালকের ভূমিকায়ও দেখা গিয়েছিল তাঁকে। ‘বিগ বস্ ১৪’-এ দ্বিতীয় হন রাহুল। ‘খতরোঁ কা খিলাড়ি ১১’-তেও শেষ পর্ব পর্যন্ত গিয়েছিলেন তিনি। ২০২৪ সালে ‘লাফ্টার শেফ’-এ অংশগ্রহণ করেন তিনি। এই শো-এর মাধ্যমে বিপুল জনপ্রিয়তা লাভ করেন রাহুল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy