কথায় বলে ‘আনলাকি থার্টিন’। ১৩ সংখ্যাটা নাকি দুর্ভাগ্য বয়ে আনে। পশ্চিমি সংস্কৃতিতে এর বহুল ব্যবহার রয়েছে। ভারতীয়দের মধ্যেও ১৩কে অশুভ বলে মনে করার প্রবণতা নেহাত কম নয়। যদিও প্রাচ্যমতে ১৩ সংখ্যাটি মোটেই দুর্ভাগ্যের নয়। কিন্তু সত্যিই কি ১৩ দুর্ভাগ্য বয়ে আনে? ত্রয়োদশ সংখ্যাটির সঙ্গে কিন্তু বেশ কিছু অদ্ভুত ঘটনার যোগসাজশ রয়েছে। শুধু তা-ই নয়, এর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তিন জন বিশ্ববরেণ্য বাঙালির নাম।
১৩-র কথা বললে প্রথমেই আসবে ইতালির রেনেসাঁ যুগের কিংবদন্তি শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির কথা। তাঁর জগদ্বিখ্যাত তৈলচিত্রগুলির অন্যতম হল ‘দ্য লাস্ট সাপার’। ক্রুশবিদ্ধ হওয়ার আগে একটি সরাইখানায় শিষ্যদের নিয়ে শেষ নৈশভোজ সারছেন খ্রিস্টধর্মের প্রচারক যিশু— তুলির টানে ক্যানভাসে সেটাই ফুটিয়ে তোলেন চিত্রকর দ্য ভিঞ্চি। ছবিতে যিশু-সহ রয়েছেন মোট ১৩ জন। ইতিহাসবিদদের দাবি, ১৪৯৫ থেকে ১৪৯৮ সালের মধ্যে তিন বছরের চেষ্টায় তৈলচিত্রটি আঁকেন দ্য ভিঞ্চি।