Ideal vacation spot for each zodiac signs in the last three months of 2025 as per astrology dgtl
Travel Destinations for Zodiac Signs
বেড়াতে গিয়েও মেজাজ খারাপ! রাশি মিলিয়ে দেখে নিন কোথায় ছুটি কাটাতে গেলে মেজাজ হবে ফুরফুরে, শান্ত হবে মন
বেড়াতে যাওয়ার জন্য মন ছটফট করলে ভ্রমণের পরিকল্পনা করার আগে রাশি মিলিয়ে দেখে নিন আপনি কী ধরনের জায়গায় যেতে পছন্দ করেন। কারণ রাশি অনুযায়ী প্রত্যেকটি মানুষের বেড়াতে যাওয়ার জায়গার পছন্দ আলাদা আলাদা হয়।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
প্রতিটি রাশির মানুষের প্রকৃতি যেমন আলাদা আলাদা হয়, ঠিক তেমনই ভ্রমণের ক্ষেত্রেও তাঁদের পছন্দ হয় ভিন্ন। রাশি অনুযায়ী প্রত্যেকটা মানুষের বেড়াতে যাওয়ার জায়গার পছন্দ আলাদা আলাদা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি রাশির একটি কারক গ্রহ থাকে যা তাদের প্রকৃতি, পছন্দ এবং আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে থাকে।
০২১৪
বেড়াতে যাওয়ার জন্য মন ছটফট করলে ভ্রমণের পরিকল্পনা করার আগে রাশি মিলিয়ে দেখে নিন আপনি কী ধরনের জায়গায় যেতে পছন্দ করেন। ২০২৫ সালের প্রায় শেষ পর্বে এসে দেখে নিন রাশি অনুযায়ী শীতের ছুটিতে গন্তব্য কোথায় হতে পারে।
০৩১৪
মেষ রাশির জাতক-জাতিকারা অ্যাডভেঞ্চার প্রিয় হন। বেড়াতে গেলে তাঁদের প্রাণশক্তি আরও বেড়ে যায়। দুর্গম স্থানে যেতে পছন্দ করেন এই রাশির মানুষেরা। তাই শীতের অবসর কাটানোর জন্য ট্রেকিংয়ের কোনও জায়গা বেছে নিতে পারেন। কায়াকিং করা বা পাহাড় চড়তে পারবেন এমন গন্তব্য বেছে নিতে পারেন।
০৪১৪
বৃষ রাশি বিলাসিতা, সৌন্দর্য এবং ভোগবিলাস বেছে নিতে পছন্দ করেন। বেড়াতে গিয়ে তাড়াহুড়ো না পসন্দ এঁদের। শান্ত পরিবেশের সমুদ্র তট বা ব্যাক ওয়াটারে গা ভাসিয়ে নিতে চাইলে এখনই টিকিট কেটে রাখতে হবে জাতক-জাতিকাদের। বিশ্রাম করতে চাইলে বিলাসবহুল কোনও রাজপ্রাসাদ আছে এমন জায়গায় ছুটি কাটাতে যেতে পারেন।
০৫১৪
মিথুন রাশির জাতক জাতিকারা বেড়াতে গেলে সব সময় নতুনত্ব খোঁজার চেষ্টা করেন। দ্রুতলয়ে জীবন কাটাতে চান এঁরা। তাই যে কোনও রাজধানী শহরের প্রাণবন্ত এলাকা ভ্রমণসূচিতে রাখতে পারেন।
০৬১৪
কর্কট রাশির মাঝেমধ্যেই নীরবতার প্রয়োজন হয়। যে জায়গায় বেড়াতে যান তার সঙ্গে মানসিক বন্ধন তৈরি করার চেষ্টা করেন তাঁরা। তাই যে কোনও শান্তিপূর্ণ সমুদ্র সৈকত অথবা নির্জন পাহাড়ি পরিবেশে ঘুরতে গেলে তাঁদের মন শান্ত হয়ে উঠবে।
০৭১৪
সিংহ রাশির জাতকেরা জাঁকজমক পছন্দ করেন। তাই রাজকীয় বা ঐতিহাসিক স্থানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিতে পারেন। তবেই তাঁদের বিলাসিতা এবং ঐশ্বর্যের প্রতি ভালোবাসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
০৮১৪
কন্যা রাশির জাতক-জাতিকারা মনমুগ্ধকর এবং শান্ত পরিবেশ খুবই পছন্দ করেন। বেড়াতে যাওয়ার স্থানের খুঁটিনাটি সমস্ত বিষয়ে তাঁরা মনযোগ দিতে পছন্দ করেন। তাই এঁদের জন্য ঐতিহ্যবাহী স্থানগুলি একেবারে যথার্থ।
০৯১৪
তুলা রাশির জাতক-জাতিকারা সৌন্দর্যের পূজারী। প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই পছন্দ করেন। পাহাড় এঁদের জন্য উপযুক্ত। মনোরম দৃশ্য যুক্ত জায়গাও এঁদের পছন্দের। তাই পাহাড়ের নিসর্গ উপভোগ করার জন্য পরিকল্পনা করতেই পারেন এঁরা।
১০১৪
বৃশ্চিক রাশি রহস্য পছন্দ করেন। এঁরা আধ্যাত্মিকও হন। তাই পুরনো গুহা বা স্থাপত্য রয়েছে এমন স্থান বেড়াতে যাওয়ার জন্য বেছে নিতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা।
১১১৪
দুঃসাহসিক এবং তার সঙ্গে দার্শনিক অভিযান পছন্দ করেন ধনু রাশির জাতকেরা। ধনু রাশির জন্য শ্রেষ্ঠ হল জঙ্গল। যেখানে জঙ্গল আছে সেই জায়গায় বেড়াতে যেতে পারেন।
১২১৪
মকর রাশির জাতকেরা ইতিহাস বা শিল্পকলার প্রতি আগ্রহী হযন। তাই ঐতিহাসিক শহর, জাদুঘর বা শিল্পকলা-সম্পর্কিত স্থান এঁদের পছন্দের গন্তব্য হতে পারে। এছাড়াও মকর রাশির জাতকদের পাহাড়ি এলাকা খুব পছন্দের। প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে শান্ত মনোরম জায়গাও ভ্রমণের তালিকায় রাখতে পারেন।
১৩১৪
কুম্ভ রাশির মানুষেরা রোমাঞ্চকর জায়গা বেশি পছন্দ করেন। নতুন নতুন জায়গা খুঁজে বার করতে বা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁরা। তাই অ্যাডভেঞ্চারধর্মী গন্তব্য এঁদের জন্য ভাল হতে পারে।
১৪১৪
মীন রাশির জাতক-জাতিকারা আধ্যাত্মিক, জলবেষ্টিত কোনও স্থান এবং শান্ত পরিবেশের প্রতি আকৃষ্ট হন। তাই যে কোনও শান্ত ও আধ্যাত্মিক স্থান বা প্রকৃতির কোলঘেঁষা জায়গা এঁদের জন্য উপযুক্ত।