
ভারতের সঙ্গে চার দিনের ‘যুদ্ধে’ থরহরি কম্প পাকিস্তান! বিপুল অঙ্কের সামরিক সম্পদ নষ্ট হওয়ায় মাথা চাপড়াচ্ছে ইসলামাবাদ। ইতিমধ্যেই একাধিক উপগ্রহচিত্রে মিলেছে তার প্রমাণ। এ বার সেগুলির উল্লেখ করে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট প্রকাশ করল জনপ্রিয় মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। তবে লড়াইয়ে হেরে গিয়েও নতুন করে হুঙ্কার দিতে শোনা গিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে।

পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে চলা স্বল্প পরিসরের এই ‘যুদ্ধ’কে গত পাঁচ দশকে সবচেয়ে তীব্র বলে বর্ণনা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে। এতে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের যথেচ্ছ ব্যবহার করে বিবদমান দু’পক্ষ। তবে ভারতের হামলা অনেক বেশি কার্যকর, সঠিক এবং ধ্বংসাত্মক ছিল বলে প্রতিবেদনে স্পষ্ট করেছে নিউ ইয়র্ক টাইমস।