২০২০ সালে কোভিড অতিমারির সময়ে কেরলে চাষিরা তাঁদের ফসলে বিজাতীয় একটি সাদা পোকার উপদ্রব লক্ষ করেন। কাসাভা বা ট্যাপিওকা গাছে তাঁরা অদ্ভুত এই পোকাটির অস্তিত্ব লক্ষ করেন। প্রথমে সাধারণ পোকার আক্রমণ ভেবে বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দেননি চাষিরা। পরবর্তী কালে জানা যায় ফসলের মারাত্মক ক্ষতি করার ক্ষমতা রয়েছে বিদেশি পোকাটির।
অপরাধীকে ‘কাসাভা মিলিবাগ’ (বৈজ্ঞানিক নাম ফেনাকোক্কাস মানিহোটি) হিসাবে চিহ্নিত করা হয়। ক্ষুদ্র পোকাটিকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত কৃষি-পতঙ্গগুলির মধ্যে একটি বলে ধরা হয়। এগুলি গাছের পাতা থেকে রস শোষণ করে গাছের বৃদ্ধি কমিয়ে দেয়, পাতা কুঁকড়ে দেয় এবং গাছকে দুর্বল করে দেয়। এরা সাদা তুলোর মতো দেখতে। পাতায় সাদা মিহি গুঁড়োর মতো একটি আস্তরণ তৈরি করে।