প্রায় দু’দশক ধরে ছোটপর্দার সঙ্গে যুক্ত। অধিকাংশ ধারাবাহিকে অতিথিশিল্পী হিসাবেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সাফল্যের স্বাদ তেমন পাননি ক্রিস্টল ডি’সুজ়া। বরং অর্থপাচার তদন্তে নাম জড়িয়ে পড়ায় ক্ষণিকের জন্য প্রচারে এসেছিলেন। ফের স্তিমিত হয়ে গিয়েছিল তাঁর নাম। বর্তমানে ‘ধুরন্ধর’ ছবির ‘আইটেম সং’-এ অভিনয় করে প্রচারে এসেছেন ক্রিস্টল।