ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে ভারতের পাসপোর্ট। চলতি বছরে আট ধাপ লাফিয়ে ৭৭-এ পৌঁছে গিয়েছে বিদেশ মন্ত্রকের দেওয়া এই সরকারি নথি। বিশ্লেষকদের একাংশের দাবি, এই গতি বজায় থাকলে অচিরেই চিনকে পিছনে ফেলবে নয়াদিল্লি। তবে সেরা ৩০-এর মধ্যে ঢুকতে অবশ্য লাগবে আরও কয়েক বছর। পাসপোর্ট যত শক্তিশালী হবে, ততই আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব বাড়বে এ দেশের আমজনতার।
সম্প্রতি, ‘হেনলি পাসপোর্ট সূচক ২০২৫’ শীর্ষক সমীক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে ৭৭তম স্থান পেয়েছে ভারত। গত বছর পাঁচ ধাপ নেমে যাওয়ায় নয়াদিল্লির র্যাঙ্কিং ছিল ৮৫। কোন পাসপোর্ট কতটা শক্তিশালী, সেটা মাপার একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। পাসপোর্টটি ব্যবহার করে কতগুলি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ।