পূর্ব ইউরোপে রাশিয়া-ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়ার ইজ়রায়েল-হামাস। গত কয়েক বছর ধরেই বিভিন্ন ফ্রন্টের যুদ্ধকে কেন্দ্র করে সরগরম রয়েছে দুনিয়া। ২১ শতকের এই সমস্ত সংঘর্ষগুলির চুলচেরা বিশ্লেষণ জারি রেখেছেন এ দেশের দুঁদে সেনা অফিসার থেকে শুরু করে প্রতিরক্ষা বিশ্লেষকেরা। তাঁদের দাবি, দ্রুত বদলে যাচ্ছে আক্রমণ ও প্রতি আক্রমণের কৌশল। পরিবর্তন এসেছে সমরাস্ত্রে। আর তাই শুধুমাত্র রাফাল লড়াকু জেট, এফ-৪০০ ট্রায়াম্ফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স) বা ব্রহ্মস সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রের উপর নজর রাখলে চলবে না নয়াদিল্লির।
এই ইস্যুতে সম্প্রতি ভারতীয় স্থলবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণের লেখা একটি প্রবন্ধ প্রকাশ করেছে ‘দ্য ইউরেশিয়ান টাইমস’। ফৌজের শীর্ষপদে থেকে ওই সেনা অফিসারের দাবি, বর্তমান সময়ে সস্তা দরের স্মার্ট কিছু হাতিয়ার ব্যবহারের প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সেগুলির ধ্বংসক্ষমতা কোটি কোটি ডলার ব্যয়ে নির্মিত অস্ত্রগুলির চেয়ে কোনও অংশে কম নয়। কখনও কখনও লড়াইয়ের গতিও বদলে দিচ্ছে তারা। এই রণকৌশলের দিকে নয়াদিল্লির সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে উল্লেখ করেছেন তিনি।