কখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ। কখনও আবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরমাণু হামলার হুমকি। বিভিন্ন ঘটনায় বার বার চ্যালেঞ্জের মুখে পড়ছে নয়াদিল্লি। এ-হেন পরিস্থিতিতে কেন্দ্রের হাতে ‘ডিপ স্টেট’ থাকার প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেছেন দুঁদে কূটনীতিকদের একাংশ। সংশ্লিষ্ট ‘হাতিয়ার’টি তৈরি করা ছাড়া ভারতের পক্ষে ‘মহাশক্তিধর’ হয়ে ওঠা যে কঠিন, সে কথা মেনেছেন তাঁরা।