ভারত-পাকিস্তান ‘যুদ্ধে’ আপাতত ইতি। সংঘর্ষবিরতির কথা ঘোষণা করল দুই দেশ। যদিও লড়াই থামার তিন ঘণ্টার মধ্যেই সীমান্তে গোলাবর্ষণ করে ইসলামাবাদের বাহিনী। জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতে চালায় ড্রোন হামলা। সেগুলিকে অবশ্য মাঝ-আকাশেই ধ্বংস করেছে ভারতীয় সেনা। উল্লেখ্য, সংঘর্ষবিরতির আগে পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটিকে একরকম গুঁড়িয়ে দেয় এ দেশের বিমানবাহিনী।