কখনও পশ্চিম এশিয়া। কখনও আবার পূর্ব ইউরোপ। কিংবা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকা। গত কয়েক বছরে বার বার অস্থির হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। শুধু তা-ই নয়, সীমান্ত সংঘাত থেকে শুরু করে নানা ইস্যুতে সরাসরি যুদ্ধ বেধে যাওয়ার ঘটনাও কম ঘটেনি। এর আঁচ সবচেয়ে বেশি পড়েছে জ্বালানি অর্থনীতিতে। আর তাই অতীত থেকে শিক্ষা নিয়ে ‘তরল সোনা’ মজুতে এ বার জোর দিল ভারত। কেন্দ্রের এই সিদ্ধান্তের ‘সুফল’ যে আপৎকালীন পরিস্থিতিতে মিলবে, তা বলাই বাহুল্য।
বিশেষজ্ঞদের দাবি, যুদ্ধের সময়ে সামরিক এবং আর্থিক দিক থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন জ্বালানির। পেট্রল-ডিজেলের জোগান ঠিকমতো না হলে রণাঙ্গনে এক চুলও এগোতে-পিছোতে পারবে না ফৌজ। অন্য দিকে, ‘তরল সোনা’র অভাবে শিল্প উৎপাদন পুরোপুরি বন্ধ হলে দু’দিনে তাসের ঘরের মতো ভেঙে পড়বে অর্থনীতি। সেটা বুঝতে পেরেই বর্তমান সময়ে অপরিশোধিত তেল মজুতের বিশাল ভান্ডার গড়ে তুলেছে আমেরিকা-সহ বিশ্বের তাবড় ‘সুপার পাওয়ার’ দেশ।