মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রামধাক্কা! শুল্কযুদ্ধে ফের ‘বন্ধু’ রাশিয়াকে পাশে পেল নয়াদিল্লি। আমেরিকার লাল চোখ এড়িয়ে ভারতকে আরও সস্তা দরে খনিজ তেল বিক্রির কথা ঘোষণা করল মস্কো। পাশাপাশি, এ দেশের পণ্যের জন্য ঘরোয়া বাজার খুলে দেওয়ার ইঙ্গিতও দিয়েছে ক্রেমলিন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দাবি, সব মিলিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ‘ইটের বদলে পাটকেল’ নীতি নিলে যুক্তরাষ্ট্রের রক্তচাপ যে বাড়বে, তা বলাই বাহুল্য।
চলতি বছরের ২০ অগস্ট ভারতের সঙ্গে খনিজ তেলের বাণিজ্য নিয়ে ‘মেগা অফার’-এর কথা ঘোষণা করেন এ দেশে কর্মরত রুশ উপ-বাণিজ্য প্রতিনিধি এভজ়েনি গ্রিভা। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমাদের থেকে ‘তরল সোনা’ কেনার ক্ষেত্রে শর্তসাপেক্ষে পাঁচ শতাংশ অতিরিক্ত ছাড় পাবে ভারত।’’ তবে এ ব্যাপারে দু’তরফে যে বাণিজ্যিক গোপনীয়তা রাখা হচ্ছে, তা স্পষ্ট করেছেন তিনি।